Ajker Patrika

রোগী বহনের নামে টাকা আদায়, ঢামেকে ২১ হুইলচেয়ার জব্দ

ঢামেক প্রতিবেদক
জব্দ করা হুইলচেয়ার। ছবি: আজকের পত্রিকা
জব্দ করা হুইলচেয়ার। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নয়, এমন ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বহিরাগতরা এসব হুইলচেয়ার করে হাসপাতালে রোগী বহনের নামে অর্থ আদায় করে আসছিল।

আজ বুধবার (৭ মে) দুপুরে হাসপাতালের উপপরিচালক মো. আশরাফুল আলমের নেতৃত্বে হাসপাতালের ভেতর ও চত্বরে অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী ও সর্দার মোখলেছুর রহমান।

অভিযানকালে হুইলচেয়ার বহনকারীরা পালিয়ে যান। এ ছাড়া হাসপাতাল চত্বরে শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় থাকা বেশ কিছু হুইলচেয়ারও জব্দ করা হয়।

উপপরিচালক আশরাফুল আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি জাতীয় হাসপাতাল। এখানে প্রতিদিন হাজারো রোগী আসে। এই সুযোগে দালাল চক্র সক্রিয় হয়ে পড়ে। আজকের অভিযানে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে। দালালদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা দালালদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, এই হুইলচেয়ার বহনকারীরা বছরের পর বছর সবার সামনেই হাসপাতালে রোগী বহনের কাজ করেন অর্থের বিনিময়ে। তাঁদের প্রধান লক্ষ্য হচ্ছে, রোগীদের ফুসলিয়ে হুইলচেয়ারে নেওয়ার পর বাইরের কোনো হাসপাতালে নিয়ে অর্থের বিনিময় ভর্তি করা। চক্রের অধিকাংশরা হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর আত্মীয় বলেও দাবি করেন সংশ্লিষ্টরা।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আজ জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২১টি অবৈধ হুইলচেয়ার জব্দ করা হয়েছে। এগুলো হাসপাতালের নয়। ভবিষ্যতে এই চক্র ফের সক্রিয় হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত