Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১০: ০৩
সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উজান টেক্সটাইল মিলের একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ভূইয়াপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালের দিকে হঠাৎ করে গুদাম থেকে প্রচুর ধোঁয়া বের হতে শুরু করে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 

আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, ‘আগুন লাগার সংবাদ পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে এবং মাত্র আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গুদামটিতে প্রচুর পরিমাণে ঝুট সংরক্ষিত ছিল। তাৎক্ষণিকভাবে আমরা কাজ শুরু করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারেনি। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে। এই ঘটনায় কেউ আহত হননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত