Ajker Patrika

কিশোরগঞ্জে এক দিনে শনাক্ত ১৭৫, মৃত্যু ১ 

প্রতিনিধি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে এক দিনে শনাক্ত ১৭৫, মৃত্যু ১ 

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬০৭ জনের নমুনা পরীক্ষায় ১৭৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে শুধু সদরেই রয়েছেন ১১৫ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। 

জেলার একমাত্র করোনা ডেডিকেটেড সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। 

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১১৫ জন, হোসেনপুর উপজেলায় ১৯ জন, করিমগঞ্জ উপজেলায় ৯ জন, তাড়াইল উপজেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ৮ জন, কটিয়াদী উপজেলায় ৪ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৪ জন, নিকলী উপজেলায় ৪ জন, বাজিতপুর উপজেলায় ৪ জন, ইটনা উপজেলায় ১ জন, মিঠামইন উপজেলায় ৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন। 

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৭৫ জন। যাদের মধ্যে ১০ জন আইসিইউতে রয়েছেন। 

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১ হাজার ৯৭০ জন। তাঁদের মধ্যে ৭৬ জন হাসপাতালে ও ১ হাজার ৮৯৪ জন হোম আইসোলেশনে রয়েছেন। 

জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ১ হাজার ৯৭০ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৯৫০, হোসেনপুর উপজেলায় ১৪২, করিমগঞ্জ উপজেলায় ৩৭, তাড়াইল উপজেলায় ৪৩, পাকুন্দিয়া উপজেলায় ১৭২, কটিয়াদী উপজেলায় ২৪৫, কুলিয়ারচর উপজেলায় ৩৩, ভৈরব উপজেলায় ১৯৩, নিকলী উপজেলায় ২১, বাজিতপুর উপজেলায় ৮৪, ইটনা উপজেলায় ২২, মিঠামইন উপজেলায় ২২ ও অষ্টগ্রাম উপজেলায় ৬ জন রয়েছেন। 

জেলায় মোট মৃত্যু ১৩৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪৮, হোসেনপুর উপজেলায় ৫, করিমগঞ্জ উপজেলায় ৯, তাড়াইল উপজেলায় ৫, পাকুন্দিয়া উপজেলায় ৯, কটিয়াদী উপজেলায় ৮, কুলিয়ারচর উপজেলায় ৬, ভৈরব উপজেলায় ২৮, নিকলী উপজেলায় ৭, বাজিতপুর উপজেলায় ১০, ইটনা উপজেলায় এক ও মিঠামইন উপজেলায় একজন রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। 

এ সময় পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৮ হাজার ২৯০ জন, সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৩ এবং মারা গেছেন ১৩৭ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত