মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চায়না বেগম সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার সোনা মিয়া ঘরামীর মেয়ে এবং একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সৌদিপ্রবাসী সুলতান দঢ়ির স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চায়না বেগম (২২) সন্ধ্যায় ইজিবাইকে করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছে ইজিবাইক থেকে নামেন তিনি। এ সময় বাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ৫-৭ জন দুর্বৃত্ত চায়নার কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এতে চায়না বেগম বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করা হয়।
এই ঘটনায় তাঁর ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চায়নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত চায়না বেগমের খালা রিনা বেগম বলেন, ‘আমার বোনের মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে আসার আগে দুর্বৃত্তরা এই হামলা চালায়। টাকাপয়সা ও সোনাদানা সবকিছু নিয়ে যায়। চায়না বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আমরা এই ঘটনার বিচার চাই।’
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক মাইশা জেরিন মিম আজকের পত্রিকাকে বলেন, ‘চায়না আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁর ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবাসীর স্ত্রীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এই ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের ধরতে অভিযান চলছে।’
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার জাজিরা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী চায়না বেগম সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকার সোনা মিয়া ঘরামীর মেয়ে এবং একই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামের সৌদিপ্রবাসী সুলতান দঢ়ির স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চায়না বেগম (২২) সন্ধ্যায় ইজিবাইকে করে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। বাড়ির কাছে ইজিবাইক থেকে নামেন তিনি। এ সময় বাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ৫-৭ জন দুর্বৃত্ত চায়নার কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এতে চায়না বেগম বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে জখম করা হয়।
এই ঘটনায় তাঁর ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। চায়নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত চায়না বেগমের খালা রিনা বেগম বলেন, ‘আমার বোনের মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে আসার আগে দুর্বৃত্তরা এই হামলা চালায়। টাকাপয়সা ও সোনাদানা সবকিছু নিয়ে যায়। চায়না বাধা দিলে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। আমরা এই ঘটনার বিচার চাই।’
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক মাইশা জেরিন মিম আজকের পত্রিকাকে বলেন, ‘চায়না আক্তারের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁর ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবাসীর স্ত্রীর ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এই ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের ধরতে অভিযান চলছে।’
গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাতের মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে গাইবান্ধা সরকারি কলেজ গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালি গ্রামের বাসিন্দা।
১৫ মিনিট আগেনোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়।
১৮ মিনিট আগেরাজশাহীর পুঠিয়ায় খাস পুকুর ও দিঘি ইজারার দরপত্র জমা দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় দলীয় কার্যালয় ও তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হলে পরে সেনাবাহিনী গিয়ে তা স্বাভাবিক করে।
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলের সময় বজ্রপাতে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। এ সময় টহল দলে বিজিবি ও আনসারের অন্তত পাঁচ সদস্য আহত হন। নিহত রিয়াদ হোসেন (৩২) জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি ছিলেন। তিনি নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের
১ ঘণ্টা আগে