Ajker Patrika

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন শফিকুল ইসলাম (৫২) নামে এক পুলিশ কর্মকর্তা। তিনি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত। আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে কারওয়ান বাজার থেকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। 

অচেতন অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তা বাসার জন্য ফার্নিচার বোর্ড কিনতে কারওয়ান বাজারে আমার কাছে আসছিলেন। বাসা থেকে বের হওয়ার পর তাঁর সঙ্গে দু-তিনবার কথা হয়েছে। পরে দেড়টার দিকে এক মহিলা আমাকে ফোনে জানান, ওই পুলিশ কর্মকর্তা কারওয়ান বাজারে বাসে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে আমি সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’ 

খবর পেয়ে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী শামীমা বেগম ঢামেক হাসপাতালে আসেন। তিনি জানান, তাঁদের বাসা দক্ষিণ খানের আশকোনা এলাকায়। তাঁর স্বামী শফিকুল ইসলাম গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। সকালে বাসার ফার্নিচারের জন্য বোর্ড ও কিছু কবজা কেনার জন্য কারওয়ান বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। সে সময় বেশ কিছু টাকা নিয়ে বের হয়েছিলেন তিনি। খবর পেয়ে পরে তিনি ঢাকা মেডিকেলে আসেন।

তবে শফিকুল ইসলামের কাছে তাঁর দুটি মোবাইল ফোন পাওয়া গেলেও কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া সাইফুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত