Ajker Patrika

নিখোঁজের ১৭ দিন পর যুবকের লাশ উদ্ধার 

টাঙ্গাইল প্রতিনিধি
নিখোঁজের ১৭ দিন পর যুবকের লাশ উদ্ধার 

নিখোঁজের ১৭ দিন পর টাঙ্গাইলের কালিহাতীতে মকুল হোসেন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার পারখী এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মকুল হোসেন ওই এলাকার আবু হানিফের ছেলে। তিনি পার্শ্ববর্তী সখীপুর উপজেলার ইন্দারজানি গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন এবং স্থানীয় একটি বাজারে মেকানিকের কাজ করতেন।

নিহতের স্ত্রী লিমা আক্তার বলেন, গত ২৫ জানুয়ারি কালিহাতী যাওয়ার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যান মকুল। পরে তিনি আর ফিরে আসেনি। শ্বশুর ও বাবার বাড়ির লোকজন কোথাও তাঁকে খুঁজে না পেয়ে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

ঘটনার ১৭ দিন পর স্থানীয় লোকজন কালিহাতীর পারখী এলাকার একটি বিলে হাত-পা বাঁধা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই লাশটি মকুলের বলে শনাক্ত করছেন তারা।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটির পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্ট করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত