Ajker Patrika

মাদারীপুরে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ০৯
মাদারীপুরে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার

মাদারীপুর শহরে সৌরভ হোসেন (২৩) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের নুরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

সৌরভ হোসেন ২ নম্বর শকুনি এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে। 

সৌরভের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

পরিবারের বরাত দিয়ে ওসি মনোয়ার জানান, সৌরভ গত শুক্রবার সকালে তাবলিগ জামায়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আজ সকালে নুরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহতের চাচা কামাল হোসেন বলেন, ‘সৌরভ শুক্রবার তাবলিগে যাওয়ার কথা বলে বের হয়। আমরা ভেবেছিলাম সে তাবলিগে আছে। আমাদের ধারণা, তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার হত্যাকারীদের বিচার চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

অপারেশন রেড ওয়েডিং ও নার্নিয়া: ইরানের সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলি অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত