নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিল শুরু হয়েছে। আর এতেই থেমে গেছে গাড়ির চাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের স্রোতের কারণে সড়কে গাড়ি চলাচল থেমে গেছে।
বিশেষ করে মৎস্য ভবন এলাকা থেকে কাকরাইল, শাহবাগ, সায়েন্স ল্যাব থেকে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটের কারণে আসাদগেট থেকে শাহবাগে আসতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে জানিয়ে সাভার পরিবহনের চালকের সহকারী আসাদ বলেন, ‘সাভার থেকে আসাদগেটে আসতে যে সময় লেগেছে, তার দুই গুণ সময় লেগেছে শাহবাগে আসতে। জানি না, গুলিস্তান যেতে কত সময় লাগে।’
একই তথ্য জানালেন মিরপুর থেকে আসা বাহন পরিবহনের চালক উজ্জ্বল মিয়া। তিনি বলেন, ‘কলাবাগান থেকে জ্যামে পড়েছি। দেড় ঘণ্টারও বেশি লেগেছে শাহবাগে আসতে। রাস্তা বন্ধ করে মিছিলের কারণে এমনটা হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত গাড়িতে মতিঝিল যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহ আলম মিয়া। তিনি বলেন, ‘ছুটির দিনে রাস্তায় বের হয়ে বিপদে পড়লাম। ২টায় মতিঝিলে থাকার কথা ছিল, কিন্তু এখন বেলা আড়াইটায় আমি শাহবাগ। জানি না কত সময় লাগে মতিঝিলে যেতে।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক দলের অনুষ্ঠানে এভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার মানে হয় না। রাস্তা ঠিক রেখে অনুষ্ঠান করা উচিত।
শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ডাক্তার দেখাতে মাকে নিয়ে এসেছেন সুমাইয়া। হাসপাতাল থেকে বের হয়ে দেখেন রাস্তায় গাড়ি থমকে আছে। অসুস্থ মাকে নিয়ে বিপদে পড়েছেন। জানালেন, ‘হেঁটে বাসায় যাওয়া ছাড়া উপায় দেখছি না। রাস্তায় গাড়ি আছে, কিন্তু চলছে না। আমার মা অসুস্থ শরীর নিয়ে হাঁটতে পারছেন না।’
বাসে উঠেও সঠিক সময়ে গন্তব্যে না যেতে পেরে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। আবার অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয় মিছিলে যোগ দিতে বিভিন্ন সড়কে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন, মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন স্লোগানে জড়ো হচ্ছেন। কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে আবার অনেকেই ট্রাক, পিকআপে করে এসেছেন। শাহবাগ থেকে মৎস্য ভবন সড়ক এলাকায় অবস্থান নিচ্ছেন।
বিজয় মিছিলটি শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হবে।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিল শুরু হয়েছে। আর এতেই থেমে গেছে গাড়ির চাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের স্রোতের কারণে সড়কে গাড়ি চলাচল থেমে গেছে।
বিশেষ করে মৎস্য ভবন এলাকা থেকে কাকরাইল, শাহবাগ, সায়েন্স ল্যাব থেকে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটের কারণে আসাদগেট থেকে শাহবাগে আসতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে জানিয়ে সাভার পরিবহনের চালকের সহকারী আসাদ বলেন, ‘সাভার থেকে আসাদগেটে আসতে যে সময় লেগেছে, তার দুই গুণ সময় লেগেছে শাহবাগে আসতে। জানি না, গুলিস্তান যেতে কত সময় লাগে।’
একই তথ্য জানালেন মিরপুর থেকে আসা বাহন পরিবহনের চালক উজ্জ্বল মিয়া। তিনি বলেন, ‘কলাবাগান থেকে জ্যামে পড়েছি। দেড় ঘণ্টারও বেশি লেগেছে শাহবাগে আসতে। রাস্তা বন্ধ করে মিছিলের কারণে এমনটা হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত গাড়িতে মতিঝিল যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহ আলম মিয়া। তিনি বলেন, ‘ছুটির দিনে রাস্তায় বের হয়ে বিপদে পড়লাম। ২টায় মতিঝিলে থাকার কথা ছিল, কিন্তু এখন বেলা আড়াইটায় আমি শাহবাগ। জানি না কত সময় লাগে মতিঝিলে যেতে।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক দলের অনুষ্ঠানে এভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার মানে হয় না। রাস্তা ঠিক রেখে অনুষ্ঠান করা উচিত।
শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ডাক্তার দেখাতে মাকে নিয়ে এসেছেন সুমাইয়া। হাসপাতাল থেকে বের হয়ে দেখেন রাস্তায় গাড়ি থমকে আছে। অসুস্থ মাকে নিয়ে বিপদে পড়েছেন। জানালেন, ‘হেঁটে বাসায় যাওয়া ছাড়া উপায় দেখছি না। রাস্তায় গাড়ি আছে, কিন্তু চলছে না। আমার মা অসুস্থ শরীর নিয়ে হাঁটতে পারছেন না।’
বাসে উঠেও সঠিক সময়ে গন্তব্যে না যেতে পেরে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। আবার অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয় মিছিলে যোগ দিতে বিভিন্ন সড়কে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন, মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন স্লোগানে জড়ো হচ্ছেন। কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে আবার অনেকেই ট্রাক, পিকআপে করে এসেছেন। শাহবাগ থেকে মৎস্য ভবন সড়ক এলাকায় অবস্থান নিচ্ছেন।
বিজয় মিছিলটি শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হবে।
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৩ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৭ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩৩ মিনিট আগে