নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিল শুরু হয়েছে। আর এতেই থেমে গেছে গাড়ির চাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের স্রোতের কারণে সড়কে গাড়ি চলাচল থেমে গেছে।
বিশেষ করে মৎস্য ভবন এলাকা থেকে কাকরাইল, শাহবাগ, সায়েন্স ল্যাব থেকে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটের কারণে আসাদগেট থেকে শাহবাগে আসতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে জানিয়ে সাভার পরিবহনের চালকের সহকারী আসাদ বলেন, ‘সাভার থেকে আসাদগেটে আসতে যে সময় লেগেছে, তার দুই গুণ সময় লেগেছে শাহবাগে আসতে। জানি না, গুলিস্তান যেতে কত সময় লাগে।’
একই তথ্য জানালেন মিরপুর থেকে আসা বাহন পরিবহনের চালক উজ্জ্বল মিয়া। তিনি বলেন, ‘কলাবাগান থেকে জ্যামে পড়েছি। দেড় ঘণ্টারও বেশি লেগেছে শাহবাগে আসতে। রাস্তা বন্ধ করে মিছিলের কারণে এমনটা হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত গাড়িতে মতিঝিল যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহ আলম মিয়া। তিনি বলেন, ‘ছুটির দিনে রাস্তায় বের হয়ে বিপদে পড়লাম। ২টায় মতিঝিলে থাকার কথা ছিল, কিন্তু এখন বেলা আড়াইটায় আমি শাহবাগ। জানি না কত সময় লাগে মতিঝিলে যেতে।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক দলের অনুষ্ঠানে এভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার মানে হয় না। রাস্তা ঠিক রেখে অনুষ্ঠান করা উচিত।
শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ডাক্তার দেখাতে মাকে নিয়ে এসেছেন সুমাইয়া। হাসপাতাল থেকে বের হয়ে দেখেন রাস্তায় গাড়ি থমকে আছে। অসুস্থ মাকে নিয়ে বিপদে পড়েছেন। জানালেন, ‘হেঁটে বাসায় যাওয়া ছাড়া উপায় দেখছি না। রাস্তায় গাড়ি আছে, কিন্তু চলছে না। আমার মা অসুস্থ শরীর নিয়ে হাঁটতে পারছেন না।’
বাসে উঠেও সঠিক সময়ে গন্তব্যে না যেতে পেরে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। আবার অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয় মিছিলে যোগ দিতে বিভিন্ন সড়কে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন, মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন স্লোগানে জড়ো হচ্ছেন। কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে আবার অনেকেই ট্রাক, পিকআপে করে এসেছেন। শাহবাগ থেকে মৎস্য ভবন সড়ক এলাকায় অবস্থান নিচ্ছেন।
বিজয় মিছিলটি শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হবে।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিল শুরু হয়েছে। আর এতেই থেমে গেছে গাড়ির চাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের স্রোতের কারণে সড়কে গাড়ি চলাচল থেমে গেছে।
বিশেষ করে মৎস্য ভবন এলাকা থেকে কাকরাইল, শাহবাগ, সায়েন্স ল্যাব থেকে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটের কারণে আসাদগেট থেকে শাহবাগে আসতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে জানিয়ে সাভার পরিবহনের চালকের সহকারী আসাদ বলেন, ‘সাভার থেকে আসাদগেটে আসতে যে সময় লেগেছে, তার দুই গুণ সময় লেগেছে শাহবাগে আসতে। জানি না, গুলিস্তান যেতে কত সময় লাগে।’
একই তথ্য জানালেন মিরপুর থেকে আসা বাহন পরিবহনের চালক উজ্জ্বল মিয়া। তিনি বলেন, ‘কলাবাগান থেকে জ্যামে পড়েছি। দেড় ঘণ্টারও বেশি লেগেছে শাহবাগে আসতে। রাস্তা বন্ধ করে মিছিলের কারণে এমনটা হয়েছে।’
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত গাড়িতে মতিঝিল যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহ আলম মিয়া। তিনি বলেন, ‘ছুটির দিনে রাস্তায় বের হয়ে বিপদে পড়লাম। ২টায় মতিঝিলে থাকার কথা ছিল, কিন্তু এখন বেলা আড়াইটায় আমি শাহবাগ। জানি না কত সময় লাগে মতিঝিলে যেতে।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক দলের অনুষ্ঠানে এভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার মানে হয় না। রাস্তা ঠিক রেখে অনুষ্ঠান করা উচিত।
শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ডাক্তার দেখাতে মাকে নিয়ে এসেছেন সুমাইয়া। হাসপাতাল থেকে বের হয়ে দেখেন রাস্তায় গাড়ি থমকে আছে। অসুস্থ মাকে নিয়ে বিপদে পড়েছেন। জানালেন, ‘হেঁটে বাসায় যাওয়া ছাড়া উপায় দেখছি না। রাস্তায় গাড়ি আছে, কিন্তু চলছে না। আমার মা অসুস্থ শরীর নিয়ে হাঁটতে পারছেন না।’
বাসে উঠেও সঠিক সময়ে গন্তব্যে না যেতে পেরে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। আবার অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয় মিছিলে যোগ দিতে বিভিন্ন সড়কে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন, মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন স্লোগানে জড়ো হচ্ছেন। কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে আবার অনেকেই ট্রাক, পিকআপে করে এসেছেন। শাহবাগ থেকে মৎস্য ভবন সড়ক এলাকায় অবস্থান নিচ্ছেন।
বিজয় মিছিলটি শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর সন্ধানে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি ‘গোপন আস্তানায়’ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়।
৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে অবৈধভাবে নির্মাণাধীন একটি আবাসন কোম্পানির ছয়তলার বহুতল ভবন ভাঙার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সোমবার সকালে নগরীর আসকারদীঘির পাড়ে এস এস খালেদ রোডসংলগ্ন নির্মাণাধীন ভবনটিতে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ভাঙার কাজ শুরু হয়।
৭ মিনিট আগেরংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের
১২ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে অভিযানের সময় নৌবাহিনীর এক সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. রফিক (২৭) ওই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা। তিনি শীর্ষ সন্ত্রাসী ও অপহরণ চক্রের হোত
১৩ মিনিট আগে