Ajker Patrika

শুরু হয়েছে আ.লীগের বিজয় মিছিল, থমকে গেছে সড়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫: ৪০
শুরু হয়েছে আ.লীগের বিজয় মিছিল, থমকে গেছে সড়ক

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় মিছিল শুরু হয়েছে। আর এতেই থেমে গেছে গাড়ির চাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের স্রোতের কারণে সড়কে গাড়ি চলাচল থেমে গেছে।

বিশেষ করে মৎস্য ভবন এলাকা থেকে কাকরাইল, শাহবাগ, সায়েন্স ল্যাব থেকে আসাদগেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

যানজটের কারণে আসাদগেট থেকে শাহবাগে আসতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে জানিয়ে সাভার পরিবহনের চালকের সহকারী আসাদ বলেন, ‘সাভার থেকে আসাদগেটে আসতে যে সময় লেগেছে, তার দুই গুণ সময় লেগেছে শাহবাগে আসতে। জানি না, গুলিস্তান যেতে কত সময় লাগে।’ 

একই তথ্য জানালেন মিরপুর থেকে আসা বাহন পরিবহনের চালক উজ্জ্বল মিয়া। তিনি বলেন, ‘কলাবাগান থেকে জ্যামে পড়েছি। দেড় ঘণ্টারও বেশি লেগেছে শাহবাগে আসতে। রাস্তা বন্ধ করে মিছিলের কারণে এমনটা হয়েছে।’ 

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত গাড়িতে মতিঝিল যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহ আলম মিয়া। তিনি বলেন, ‘ছুটির দিনে রাস্তায় বের হয়ে বিপদে পড়লাম। ২টায় মতিঝিলে থাকার কথা ছিল, কিন্তু এখন বেলা আড়াইটায় আমি শাহবাগ। জানি না কত সময় লাগে মতিঝিলে যেতে।’ 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাজনৈতিক দলের অনুষ্ঠানে এভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার মানে হয় না। রাস্তা ঠিক রেখে অনুষ্ঠান করা উচিত।

শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ডাক্তার দেখাতে মাকে নিয়ে এসেছেন সুমাইয়া। হাসপাতাল থেকে বের হয়ে দেখেন রাস্তায় গাড়ি থমকে আছে। অসুস্থ মাকে নিয়ে বিপদে পড়েছেন। জানালেন, ‘হেঁটে বাসায় যাওয়া ছাড়া উপায় দেখছি না। রাস্তায় গাড়ি আছে, কিন্তু চলছে না। আমার মা অসুস্থ শরীর নিয়ে হাঁটতে পারছেন না।’ 

বাসে উঠেও সঠিক সময়ে গন্তব্যে না যেতে পেরে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন। আবার অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। 

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজয় মিছিলে যোগ দিতে বিভিন্ন সড়কে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন, মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন স্লোগানে জড়ো হচ্ছেন। কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে আবার অনেকেই ট্রাক, পিকআপে করে এসেছেন। শাহবাগ থেকে মৎস্য ভবন সড়ক এলাকায় অবস্থান নিচ্ছেন। 

বিজয় মিছিলটি শাহবাগ, এলিফ্যান্ট রোড ও মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ‘বঙ্গবন্ধু ভবন’ প্রাঙ্গণে এসে শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত