রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মরজাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটিয়ারা গ্রামের মান্নান কাজীর বাড়ির পাকা রাস্তা থেকে চাঁন মিয়ার দোকান পর্যন্ত ৯৩০ মিটার রাস্তা পাকাকরণে এই অনিয়মের অভিযোগ উঠেছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ইটভাটার পরিত্যক্ত ইটের কংক্রিট দিয়ে কাজ চলছে। স্থানীয় যুবক রাসেল মিয়া বলেন, 'এর চেয়ে জমির শুকনো মাটিও অনেক ভালো। এত নিম্নমানের কাজ বেশি দিন টিকবে না।'
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, 'যে ইট দিয়ে রাস্তা করা হচ্ছে, এখান দিয়ে গাড়ি চলতে পারবে কি না, সন্দেহ। রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে, তাতে এই মৌসুমেই রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তার কাজে ভালো মানের কংক্রিট ব্যবহার ও তদারকির দাবি জানাচ্ছি।'
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজ ৯৩০ মিটার রাস্তা ৭৬ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কাজটি পায়। কাজটির মেয়াদকাল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজের ঠিকাদার আশিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না বলেন, 'কয়েক দিন কাজ বন্ধ ছিল। নতুন করে কাজ শুরু করা হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। ঠিকাদারকে ফোনে নিম্নমানের কংক্রিট সরানোর কথা বলে দিয়েছি। ভালো মানের কংক্রিট দিয়ে কাজ করার জন্য ঘটনাস্থলে একজন প্রকৌশলীকে পাঠানো হবে।'
নরসিংদীর রায়পুরায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মরজাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটিয়ারা গ্রামের মান্নান কাজীর বাড়ির পাকা রাস্তা থেকে চাঁন মিয়ার দোকান পর্যন্ত ৯৩০ মিটার রাস্তা পাকাকরণে এই অনিয়মের অভিযোগ উঠেছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ইটভাটার পরিত্যক্ত ইটের কংক্রিট দিয়ে কাজ চলছে। স্থানীয় যুবক রাসেল মিয়া বলেন, 'এর চেয়ে জমির শুকনো মাটিও অনেক ভালো। এত নিম্নমানের কাজ বেশি দিন টিকবে না।'
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, 'যে ইট দিয়ে রাস্তা করা হচ্ছে, এখান দিয়ে গাড়ি চলতে পারবে কি না, সন্দেহ। রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে, তাতে এই মৌসুমেই রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তার কাজে ভালো মানের কংক্রিট ব্যবহার ও তদারকির দাবি জানাচ্ছি।'
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজ ৯৩০ মিটার রাস্তা ৭৬ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কাজটি পায়। কাজটির মেয়াদকাল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজের ঠিকাদার আশিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না বলেন, 'কয়েক দিন কাজ বন্ধ ছিল। নতুন করে কাজ শুরু করা হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। ঠিকাদারকে ফোনে নিম্নমানের কংক্রিট সরানোর কথা বলে দিয়েছি। ভালো মানের কংক্রিট দিয়ে কাজ করার জন্য ঘটনাস্থলে একজন প্রকৌশলীকে পাঠানো হবে।'
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর পাড় থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চিংড়িজোনের চিলখালী কাটাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগেআজ শনিবার ফরিদপুরে ‘মাদারস অব জুলাই’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন শহরের পূর্ব খাবাসপুর এলাকার শামসু মোল্যার স্ত্রী মেঘলা বেগম। গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফরিদপুরে নিহত হন শামসু। ফরিদপুর জেলা প্রশাসন এবং মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে
২৫ মিনিট আগেনরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক ক্লিনিকের মালিককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজ খান ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়।
৩১ মিনিট আগেসেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে
৪০ মিনিট আগে