Ajker Patrika

রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৯
রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

নরসিংদীর রায়পুরায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মরজাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটিয়ারা গ্রামের মান্নান কাজীর বাড়ির পাকা রাস্তা থেকে চাঁন মিয়ার দোকান পর্যন্ত ৯৩০ মিটার রাস্তা পাকাকরণে এই অনিয়মের অভিযোগ উঠেছে। 

গত সোমবার সরেজমিনে দেখা যায়, ইটভাটার পরিত্যক্ত ইটের কংক্রিট দিয়ে কাজ চলছে। স্থানীয় যুবক রাসেল মিয়া বলেন, 'এর চেয়ে জমির শুকনো মাটিও অনেক ভালো। এত নিম্নমানের কাজ বেশি দিন টিকবে না।' 

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, 'যে ইট দিয়ে রাস্তা করা হচ্ছে, এখান দিয়ে গাড়ি চলতে পারবে কি না, সন্দেহ। রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে, তাতে এই মৌসুমেই রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তার কাজে ভালো মানের কংক্রিট ব্যবহার ও তদারকির দাবি জানাচ্ছি।' 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজ ৯৩০ মিটার রাস্তা ৭৬ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কাজটি পায়। কাজটির মেয়াদকাল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। 

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজের ঠিকাদার আশিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। 

উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না বলেন, 'কয়েক দিন কাজ বন্ধ ছিল। নতুন করে কাজ শুরু করা হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। ঠিকাদারকে ফোনে নিম্নমানের কংক্রিট সরানোর কথা বলে দিয়েছি। ভালো মানের কংক্রিট দিয়ে কাজ করার জন্য ঘটনাস্থলে একজন প্রকৌশলীকে পাঠানো হবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে খোলাচিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত