Ajker Patrika

১৫ বছর পর হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৪, ২১: ০১
১৫ বছর পর হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন 

১৫ বছর পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিকশাচালককে গলা কেটে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। 

রায়ে দণ্ডপ্রাপ্ত উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস প্রদান করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার চামুরকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে আবুল হোসেন এবং সুলপান্দি এলাকার সালাহউদ্দিনের ছেলে ওয়াকিল। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন। 

আদালতের পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয় ওই রিকশাচালককে। এই ঘটনায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করা হয়। আজ মামলার রায়ে দুজনকে সাজা প্রদান করেছেন আদালত। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজারের ঈদবারদী এলাকায় জঙ্গল থেকে রিকশাচালক ওসমানের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁর বাবা মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত