ঢামেক প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান সোলায়মান মোল্লা (৪৫)। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. মৃদুল কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মৃদুল কান্তি সরকার জানান, আজ শুক্রবার শুক্রবার সকাল ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান সোলায়মান মোল্লা। তিনি আরও জানান, গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে সোলায়মান মোল্লা নামে একজন আইসিইউতে মারা গেছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজিজুল নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো হাসপাতালে ভর্তি।
নিহত সোলায়মান মোল্লার ছেলে আকাশ জানান, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাট বায়রা গ্রামে। গাজীপুরে ভাড়া থাকেন। তাঁরা ভাঙারির ব্যবসা করতেন। ঘটনার সময় বাইরে রাস্তায় ছিলেন তাঁর বাবা।
এই ঘটনায় আরও দগ্ধ হন সোলায়মানের ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তার (৪০) এবং তাঁর দুই ছেলে নুর নবী নিলয় (৩) ও নীরব (৭)।
উল্লেখ্য, গত বুধবার কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় শফিকুল ইসলামের ঘরে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতরে চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন।
ফেলে দেওয়ার পরও সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৪ জন দগ্ধ হন।
আরও পড়ুন—
গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান সোলায়মান মোল্লা (৪৫)। হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. মৃদুল কান্তি সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মৃদুল কান্তি সরকার জানান, আজ শুক্রবার শুক্রবার সকাল ১০টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান সোলায়মান মোল্লা। তিনি আরও জানান, গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে সোলায়মান মোল্লা নামে একজন আইসিইউতে মারা গেছেন। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজিজুল নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো হাসপাতালে ভর্তি।
নিহত সোলায়মান মোল্লার ছেলে আকাশ জানান, তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাট বায়রা গ্রামে। গাজীপুরে ভাড়া থাকেন। তাঁরা ভাঙারির ব্যবসা করতেন। ঘটনার সময় বাইরে রাস্তায় ছিলেন তাঁর বাবা।
এই ঘটনায় আরও দগ্ধ হন সোলায়মানের ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তার (৪০) এবং তাঁর দুই ছেলে নুর নবী নিলয় (৩) ও নীরব (৭)।
উল্লেখ্য, গত বুধবার কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় শফিকুল ইসলামের ঘরে সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতরে চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়। এতে গ্যাস ঘরের ভেতরে ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন।
ফেলে দেওয়ার পরও সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৪ জন দগ্ধ হন।
আরও পড়ুন—
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতঘেঁষা মার্কেটটি একসময় টাইলস মার্কেট নামে পরিচিত ছিল। নিচতলায় রয়েছে ৪০-৫০টি দোকান। অনেক আগেই এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু সে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে কার্যক্রম। শুধু তা-ই নয়, সৈকত দখল করে মার্কেটটি সম্প্রসারণ করা হচ্ছে...
২ ঘণ্টা আগেমৌলভীবাজারে মনু ও ধলাই নদীর ১৬টি প্রতিরক্ষা বাঁধসহ অন্যান্য ছোট নদীর অসংখ্য বাঁধ ভেঙে গত বছর জেলায় চার দফা বন্যা হয়েছে। বন্যায় ফসল ও ঘরবাড়ি হারিয়েছে হাজারো মানুষ। পানিবন্দী হয়ে পড়ে প্রায় চার লাখ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৬০০ কোটি টাকার অধিক। এত কিছুর পরও জেলার অন্যতম প্রধান দুই নদীর প্রতিরক্ষা...
২ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৈসাবি ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি শহরের নারানখাইয়া এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে ফিতা কেটে চার দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান...
২ ঘণ্টা আগেচলছে চৈত্রের দাবদাহ। বাজারে কদর বেড়েছে রসাল ফল আনারসের। বিশেষ করে কদর বেড়েছে খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে উৎপাদিত আনারসের। কিন্তু আগেভাগে বাজারজাত করা এবং বেশি মুনাফার আশায় আনারসে মাত্রাতিরিক্ত ইথোফেন হরমোন প্রয়োগ করছেন চাষিরা। এতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা তৈরি হয়েছে। তবে কৃষিবিদদের দাবি, পরিপক্ব ফল...
২ ঘণ্টা আগে