Ajker Patrika

ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব: সমাবেশে নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২৬
ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই সাংবাদিকদের ব্যাংক হিসাব তলব: সমাবেশে নেতারা

দেশের সাংবাদিক এবং সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন ও মর্যাদাহানির জন্যই জাতীয় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের প্রতিবাদে এক সমাবেশে সাংবাদিক নেতারা এ কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, এই ব্যাংক হিসাব তলব সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটা অপচেষ্টা। সরকার ব্যাংক হিসাব চাইলে সাংবাদিক নেতারা জনগণের সামনেই তা পেশ করবেন। কিন্তু চিঠি দিয়ে এ হিসাব চাওয়ার মাধ্যমে সাংবাদিক ও তাঁদের পেশার মর্যাদাহানি করা হয়েছে। একটা গোষ্ঠী সব সময় স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা সৃষ্টির অপচেষ্টা চালানোর কাজে সিদ্ধহস্ত। যেকোনো মূল্যে এদের অপচেষ্টা রুখে দেওয়ার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় সাংবাদিক নেতারা ব্যাংক হিসাব তলবের চিঠি প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান খান বলেন, এ ঘটনার সঙ্গে দুর্নীতিগ্রস্ত আমলা চক্র জড়িত থাকতে পারে। আমরা এর আগেও দেখেছি, রাজনীতিবিদদের সঙ্গে তাদের ঝামেলা হয়েছে। একটা অংশ সাংবাদিকদের রাষ্ট্রের প্রতিপক্ষ করার অপতৎপরতা চালানোর চেষ্টা চালাচ্ছে। এই সমাবেশের মাধ্যমে আমরা তাদের সতর্ক করে দিচ্ছি।

সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত