ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সাদা অ্যাপ্রোন পরা অবস্থায় রিপা আক্তার (২২) নামে এক তরুণীকে আটক করেছে আনসার সদস্যরা। আজ বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেকের পুরোনো ভবনের ২১২ নম্বর গাইনি ওয়ার্ড থেকে ওই তরুণীকে আটক করে দায়িত্বরত নারী আনসার সদস্যরা। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ২১২ নম্বর ওয়ার্ডে ডিউটিরত নারী আনসার সদস্য লুৎফা আক্তার জানান, রিপা নামে ওই তরুণী সাদা অ্যাপ্রোন পরা অবস্থায় ওয়ার্ডের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হলে তাঁর কাছে হাসপাতালে আসার কারণ ও পরিচয় জানতে চাওয়া হয়। তখন তিনি কোনো উপযুক্ত কারণ ও পরিচয় দিতে পারেননি। পরে বিষয়টি হাসপাতালের আনসার কর্তৃপক্ষকে অবগত করা হয়। পরে ওই তরুণীকে আটক করে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে যাওয়া হয়।
আটক ওই তরুণী হাসপাতালে সাংবাদিকদের বলেন, মামুন নামে তাঁর এক বন্ধুর মাকে দেখতে হাসপাতালে এসেছেন তিনি। অ্যাপ্রোন পরে কেন এসেছেন—জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এটা পরে হাসপাতালে আসাটা চরম ভুল হয়েছে।’ অ্যাপ্রোন কোথায় পেয়েছেন জিজ্ঞেস করলে ওই তরুণী একবার বলেন, বন্ধু মামুন তাঁকে দিয়েছেন। আরেকবার বলেন, নিউমার্কেট থেকে নিজেই কিনেছেন।
ওই তরুণী কামরাঙ্গীরচর এলাকায় একটি ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবে চাকরি করেন বলে দাবি করেন এবং হাজারীবাগ সেকশন ঢাল এলাকায় একটি বাসায় থাকেন।
হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের প্রধান প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, ‘ওই নারীকে আটকের পরপরই এক এক সময় এক এক কথা বলে। একবার বলে নিউমার্কেটে থাকে। আরেকবার বলে হাজারীবাগ এলাকায় থাকে। তবে ওই তরুণীকে আটকের পর সে নিজেকে ডাক্তার পরিচয় দেয়নি।’
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘অ্যাপ্রোন পরা ওই তরুণীকে ২১২ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়েছে। তবে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেননি। কিন্তু অ্যাপ্রোন পরে লেবার ওয়ার্ডে তাঁর ঘোরাঘুরি সন্দেহজনক। কারণ কিছুদিন আগে ওই লেবার ওয়ার্ড থেকেই একটি নবজাতক চুরি যাওয়ার ঘটনা ঘটে। ওই তরুণীকে আমরা পুলিশে দিয়েছি। বিস্তারিত পুলিশ খুঁজে বের করবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে হাসপাতাল থেকে যত রকম সহযোগিতা করা দরকার আমরা তাই করব।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সাদা অ্যাপ্রোন পরা অবস্থায় রিপা আক্তার (২২) নামে এক তরুণীকে আটক করেছে আনসার সদস্যরা। আজ বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢামেকের পুরোনো ভবনের ২১২ নম্বর গাইনি ওয়ার্ড থেকে ওই তরুণীকে আটক করে দায়িত্বরত নারী আনসার সদস্যরা। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
পুরোনো ভবনের দ্বিতীয় তলায় ২১২ নম্বর ওয়ার্ডে ডিউটিরত নারী আনসার সদস্য লুৎফা আক্তার জানান, রিপা নামে ওই তরুণী সাদা অ্যাপ্রোন পরা অবস্থায় ওয়ার্ডের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হলে তাঁর কাছে হাসপাতালে আসার কারণ ও পরিচয় জানতে চাওয়া হয়। তখন তিনি কোনো উপযুক্ত কারণ ও পরিচয় দিতে পারেননি। পরে বিষয়টি হাসপাতালের আনসার কর্তৃপক্ষকে অবগত করা হয়। পরে ওই তরুণীকে আটক করে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নিয়ে যাওয়া হয়।
আটক ওই তরুণী হাসপাতালে সাংবাদিকদের বলেন, মামুন নামে তাঁর এক বন্ধুর মাকে দেখতে হাসপাতালে এসেছেন তিনি। অ্যাপ্রোন পরে কেন এসেছেন—জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এটা পরে হাসপাতালে আসাটা চরম ভুল হয়েছে।’ অ্যাপ্রোন কোথায় পেয়েছেন জিজ্ঞেস করলে ওই তরুণী একবার বলেন, বন্ধু মামুন তাঁকে দিয়েছেন। আরেকবার বলেন, নিউমার্কেট থেকে নিজেই কিনেছেন।
ওই তরুণী কামরাঙ্গীরচর এলাকায় একটি ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবে চাকরি করেন বলে দাবি করেন এবং হাজারীবাগ সেকশন ঢাল এলাকায় একটি বাসায় থাকেন।
হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের প্রধান প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান জানান, ‘ওই নারীকে আটকের পরপরই এক এক সময় এক এক কথা বলে। একবার বলে নিউমার্কেটে থাকে। আরেকবার বলে হাজারীবাগ এলাকায় থাকে। তবে ওই তরুণীকে আটকের পর সে নিজেকে ডাক্তার পরিচয় দেয়নি।’
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘অ্যাপ্রোন পরা ওই তরুণীকে ২১২ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়েছে। তবে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দেননি। কিন্তু অ্যাপ্রোন পরে লেবার ওয়ার্ডে তাঁর ঘোরাঘুরি সন্দেহজনক। কারণ কিছুদিন আগে ওই লেবার ওয়ার্ড থেকেই একটি নবজাতক চুরি যাওয়ার ঘটনা ঘটে। ওই তরুণীকে আমরা পুলিশে দিয়েছি। বিস্তারিত পুলিশ খুঁজে বের করবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে হাসপাতাল থেকে যত রকম সহযোগিতা করা দরকার আমরা তাই করব।’
সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) দরপত্রের মাধ্যমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি ও উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রাসেল বাঁধ সংস্কারের ঠিকাদারি কাজ পান। উপজেলা প্রশাসনের বেঁধে দেওয়া দুই মাস সময়ের মধ্যে তাঁদের বাঁধ নির্মাণকাজ শেষ করতে বলা হয়েছে।
৭ মিনিট আগেরাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচজনকে আটক করা হয়েছে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
৩১ মিনিট আগেআজ রোববার সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানার কয়েক শ শ্রমিক। সাড়ে তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
৪৩ মিনিট আগেভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুজন বিচারকের কাছে তাঁরা জবানবন্দি দেন। রাত ৯টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া
১ ঘণ্টা আগে