Ajker Patrika

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সিমিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২৩: ০৫
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী সিমিন

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘নারী ক্ষমতায়ন নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। নারীর ক্ষমতা নিশ্চিতকরণে বর্তমান সরকার পূর্বের তুলনায় বহুগুণ বিনিয়োগ বৃদ্ধি করেছে।’ 

আজ শুক্রবার (৮ মার্চ) অফিসার্স ক্লাব মহিলা কমিটি আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘সম-অধিকার ও সমসুযোগ নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। সম-অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হয়েছে, তা বাস্তবায়নে তদারকি করা হচ্ছে। নারীর সম-অধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ—এই প্রতিপাদ্যের সঙ্গে বাংলাদেশ সমান তালে এগিয়ে যাচ্ছে।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারের নারীবান্ধব কর্মসূচির ফলে নারীর প্রতি বৈষম্য কমেছে। নারী নির্যাতন নিরসন, লিঙ্গভিত্তিক সমতা আনয়ন, বাল্যবিবাহ রোধ ও কর্মে প্রবেশের ক্ষেত্রে সরকারের উদ্যোগ এখন দৃশ্যমান। অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলাসহ সকল ক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নারী উদ্যোক্তা তৈরির জন্য সরকার বাজেট, ঋণ, প্রশিক্ষণসহ নানান সহায়তা দিয়ে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত