Ajker Patrika

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

প্রতিনিধি
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের আটি ওবদা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার ছুরি ও ছয়টি এসএস পাইপ জব্দ করা হয়।

আটকরা হলেন-ইকবাল হোসেন (১৯), আমিজ উদ্দীন জনি (২৭), মিলন হোসেন (২৮), সারোয়ার হোসেন (২৬), মো. রবিন (১৮), মো. বাবু (২০) ও আরিফ হোসেন (২৬)। এই সাতজন ছাড়াও আটকদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে র‍্যাব-১১ 'র এএসপি মো. সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক কিশোররা 'হোসেন গ্রুপ' এর সক্রিয় সদস্য। তাঁরা বেশ কিছুদিন ধরেই সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিকল্পিতভাবে ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমসহ রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত