Ajker Patrika

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসা শুরু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০১: ৩৬
জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে দরিদ্র রোগীদের বিনা মূল্যে চিকিৎসা শুরু

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিনা মূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় কেনা হার্টের রিং বিনা মূল্যে স্থাপনের মধ্য দিয়ে এই সেবা আজ রোববার থেকে হাসপাতালটিতে শুরু হয়েছে। 

বরিশালের হিজলা উপজেলার মাছ বিক্রেতা আবু তাহেরকে (৫৫) ২টি এবং রাজধানীর বাড্ডার বাসিন্দা গাড়ি চালক শরিফুল ইসলামকে (৫৯) ১টি হার্টের রিং বিনা মূল্যে আজ স্থাপন করা হয়।

আজ রোববার দুপুরে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের ক্যাথ ল্যাব জোন-২ এর ৭ নম্বর ল্যাবে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীনের নেতৃত্বে ২ ব্যক্তির হার্টে রিং স্থাপন করা হয়। 

এর আগে গত জুলাই মাসে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আসা গরিব ও অসহায় হৃদরোগীদের জন্য বিনা মূল্যে হার্টের বাল্ব, অক্সিজেনের, স্টেন্ট, ভাসকুলার স্টেন্ট, পেসমেকার, পিডিএ এএসডি, ডিএসডি, ডিভাইস জন্য ৭ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গত ২৬ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় ১৫০টি বাল্ব, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৫০টি পিডিএ, ৩০টি এএসডি, ১০টি ডিএসডি ডিভাইস কেনা হয়েছে। 

হাসপাতালের অসহায় রোগীর মধ্যে সেবা তহবিলের মাধ্যমে বিনা মূল্যে এসব মূল্যবান ডিভাইস বিতরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত