Ajker Patrika

দালাল মুক্ত ও রোগীবান্ধব হাসপাতালসহ ৫ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দালাল মুক্ত ও রোগীবান্ধব হাসপাতালসহ ৫ দাবিতে মানববন্ধন

দেশের চলমান অপচিকিৎসা, দালাল সিন্ডিকেটের প্রতিবাদ ও রোগী, চিকিৎসকের নিরাপত্তাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ হাসপাতাল চাই (নিহাচ)। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের বক্তারা প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ চালুসহ আসন বৃদ্ধি; রোগী, স্বজন ও চিকিৎসকদের নিরাপত্তা ও যৌন নিপীড়ন বন্ধ করা; প্রতিটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করা এবং হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি সেবা নিশ্চিত করার দাবি জানান তারা। 

সংগঠনটির সমন্বয়ক এফ এ শাহেদ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পার হলেও, স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার আজও নিশ্চিত হয়নি। জায়গা-জমি বিক্রি করে, সঞ্চয় ভেঙ্গে, ঋণ করে চিকিৎসার খরচ জোগাতে, লাখ লাখ মানুষ প্রতি বছর দরিদ্র হচ্ছে। এরপরেও মানুষ নিরাপদ চিকিৎসা পাচ্ছে না। নারী, রোগী, তাঁর স্বজন এমনকি চিকিৎসকেরাও সহকর্মী, ওয়ার্ডবয় ও দালালদের মাধ্যমে নানান হেনস্তার স্বীকার হন। হাসপাতালগুলো দালালদের একটি নিরাপদ ব্যবসা স্থলে পরিণত হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে চিকিৎসা সেবা এতটাই নাজুক যে গুরুতর অবস্থায় রোগীর সাপোর্ট দেওয়ার মতোই সক্ষমতা তাদের নেই। এক্স-রে, আলট্রাসনোগ্রাফি, ইসিজি, সিটিস্ক্যান থেকে শুরু করে প্যাথলজির মতো জরুরি পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও নেই। 

এফ এ শাহেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরামের প্রধান সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন, লেখক ও নির্মাতা শাহরিয়ার সোহাগসহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত