নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুতার কোণসহ দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোদনাইল চৌধুরীবাড়ীর বউবাজার শান্তিনগর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা স্থানীয় স্বেচ্ছাসেবক শরীফ হোসেন বলেন, শান্তিনগর এলাকার নূরে আলমের মালিকানাধীন একটি সুতার কোণ কারখানায় প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানায়। তাতে উভয় কারখানার সব পণ্য পুড়ে যায়।
আলমগীর নামের এক ব্যবসায়ী বলেন, আগুনে তাঁর প্রায় ৫ লাখ টাকার পণ্য পুড়ে গেছে। এ ছাড়া কারখানার ভেতরে আরও তিনটি ওয়েস্টেজের গুদাম ছিল। সেই গুদামও পুড়ে গেছে।
এদিকে আগুন নেভাতে গিয়ে দুজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। তাঁদের দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে এসে আমরা দেখেছি, রেজিন, প্যাকিং বক্স, কুনিং, কেমিকেলসহ বিভিন্ন উপাদান এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল। সেই সঙ্গে আগুনের ভয়াবহতা ছিল অনেক। আমাদের ছয়টা ইউনিট দ্রুত আগুন নির্বাপণের চেষ্টা করেছে। শুরুতে পানির সংকট ছিল। পরে স্থানীয়দের সহায়তায় পানির ব্যবস্থা করি। সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। ফলে আশপাশের বাড়ি ও কিছু প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করতে পেরেছি।’
কতটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমরা সেটি নিশ্চিত হতে পারিনি। সেই সঙ্গে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিক অবস্থায় নিশ্চিত হওয়া যায়নি।’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুতার কোণসহ দুটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোদনাইল চৌধুরীবাড়ীর বউবাজার শান্তিনগর এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা স্থানীয় স্বেচ্ছাসেবক শরীফ হোসেন বলেন, শান্তিনগর এলাকার নূরে আলমের মালিকানাধীন একটি সুতার কোণ কারখানায় প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি প্লাস্টিক কারখানায়। তাতে উভয় কারখানার সব পণ্য পুড়ে যায়।
আলমগীর নামের এক ব্যবসায়ী বলেন, আগুনে তাঁর প্রায় ৫ লাখ টাকার পণ্য পুড়ে গেছে। এ ছাড়া কারখানার ভেতরে আরও তিনটি ওয়েস্টেজের গুদাম ছিল। সেই গুদামও পুড়ে গেছে।
এদিকে আগুন নেভাতে গিয়ে দুজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। তাঁদের দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে এসে আমরা দেখেছি, রেজিন, প্যাকিং বক্স, কুনিং, কেমিকেলসহ বিভিন্ন উপাদান এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল। সেই সঙ্গে আগুনের ভয়াবহতা ছিল অনেক। আমাদের ছয়টা ইউনিট দ্রুত আগুন নির্বাপণের চেষ্টা করেছে। শুরুতে পানির সংকট ছিল। পরে স্থানীয়দের সহায়তায় পানির ব্যবস্থা করি। সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। ফলে আশপাশের বাড়ি ও কিছু প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করতে পেরেছি।’
কতটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আমরা সেটি নিশ্চিত হতে পারিনি। সেই সঙ্গে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিক অবস্থায় নিশ্চিত হওয়া যায়নি।’
চট্টগ্রাম নগরীতে সকালে বাসা থেকে বেরোনোর পর দুপুরে নালা থেকে মো. মামুন (৩৭) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরের খুলশী থানার টাইগারপাস মোড়ে নালা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেনেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার ভোররাত পৌনে ৫টার দিকে জেলা সদরের রাজুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়ার বর্ষা মৌসুমে চলাচল, জীবিকা ও পণ্য পরিবহনের অন্যতম বাহন হচ্ছে নৌকা। বর্ষায় চলাচলের জন্য নৌকা কেনেন নিম্নাঞ্চলের লোকজন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এলাকার জেলেদের মাছ ধরতে ও যাতায়াতের জন্য ডিঙিনৌকা দরকার হয়। সব মিলিয়ে বর্ষা মৌসুম এলে এখানে বেড়ে যায় নৌকার কদর।
১৭ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার পাণ্ডুরা গ্রামে চাচা-ভাতিজার ওপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোছা. লাবলী খাতুন (৩৮) উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
৩২ মিনিট আগে