Ajker Patrika

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৪: ৩৪
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

রাজবাড়ীতে গাড়ি চাপায় তাজু মন্ডল (৬৫) নামের বৃদ্ধ নিহত হয়েছে।

আজ সোমবার সকাল ৬টার দিকে শহরের পাবলিক হেল্থ মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত তাজু মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরসিলিমপুর গ্রামের বাসিন্দা। 

রাজবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ভোরে স্থানীয়রা রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওপর একটি ছিন্নভিন্ন মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। 

এসআই আরও বলেন, ধারণা করা হচ্ছে রোববার গভীর রাতে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন। নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের সদস্যরা চাইলে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত