Ajker Patrika

মোবাইল ফোনের লোভে ৪ শ্রমিক বন্ধুর মিলে একজনকে অপহরণ

মোবাইল ফোনের লোভে ৪ শ্রমিক বন্ধুর মিলে একজনকে অপহরণ

রাজধানীর ডেমরায় ২৩ হাজার টাকা মূল্যের নতুন মোবাইল হাতিয়ে নিতে চার বন্ধুর কাছে অপহরণের শিকার কারখানা শ্রমিককে তার বাবার কাছে হস্তান্তর করেছেন আদালত। দুদিন আগে উদ্ধার হওয়া ভুক্তভোগী অসুস্থ থাকায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার থানা হেফাজতে রাখার পর আজ বুধবার তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়। 

অপহরণের শিকার ওই শ্রমিকের নাম মো. হোসাইন বিজয় (১৭)। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেসানারপাড় এলাকা থেকে তাঁকে উদ্ধার করে ডেমরা থানা-পুলিশ। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল বিজয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—বিজয়ের দুই বন্ধু ডেমরার বকুলতলা এলাকার ভাড়াটিয়া মো. সুমন মিয়ার ছেলে মো. তানজিম ইসলাম (১৮) ও বক্সনগর বউ বাজার এলাকার ভাড়াটিয়া ইদ্রিস আলীর ছেলে মো. ইয়ামিন (১৮)। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। 

পুলিশ বলছে, গত রোববার অপহরণের শিকার বিজয়ের বাবা মো. আলমগীর হোসেন ডেমরা থানায় বিজয়ের ৪ বন্ধুর বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এ দিন তানজিম ও ইয়ামিনকে গ্রেপ্তার করে ডেমরা থানা-পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিজয়কে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো পলাতক রয়েছেন মো. ইমন (২০) ও বাবু (২০) নামে বিজয়ের দুই বন্ধু। 

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে ডেমরার গলাকাটা এলাকায় ভুক্তভোগী শ্রমিক বিজয়ের বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায় গ্রেপ্তার তানজিম ও ইমন। তারপর থেকে আর বাসায় ফেরেনি বিজয়। এ দিকে সিসি ক্যামেরার বিশ্লেষণসহ পুলিশ তাদের দক্ষতা কাজে লাগিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করতে সফল হয়।’ 

তিনি আরও জানান, নতুন কেনা মোবাইল ফোনের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন আসামিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশিরভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত