Ajker Patrika

নিষেধাজ্ঞার মধ্যে বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৪ ঘণ্টায় চলেছে ৩০০ বাস

প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২১, ২০: ২৪
Thumbnail image

টাঙ্গাইল: সরকারের নির্দেশনা উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। ফলে চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু্তে। আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ টাকা। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকলেও বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে ৩০০ বাস। এছাড়া পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ব্যক্তিগত ছোট যানবাহন ও মোটরসাইকেল চলাচল করেছে বেশি।

আজ শনিবার সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে সকাল থেকেই ঘরে ফেরা মানুষের চাপে মহাসড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে গাদাগাদি করে সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, পাটুরিয়া–দৌলদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে চাপ বেড়েছে।

দূর পাল্লার বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করে ফাঁড়ির ইনচার্জ বলেন, নির্দেশ অমান্য করায় দূরপাল্লার বাসে মামলা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত