Ajker Patrika

৭২ হাজার টন সার আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৫: ০৬
৭২ হাজার টন সার আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ

৫৮২ কোটি টাকা মূল্যের ৭২ হাজার টন রাসায়নিক সার বন্দর থেকে খালাসের পর তা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি অনুসন্ধান করে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এসংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন।

সার আত্মসাতের ঘটনায় বিসিআইসির চেয়ারম্যানের কাছে ব্যাখ্যাও চেয়েছেন আদালত। আগামী ২০ জানুয়ারির মধ্যে তাঁকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

এর আগে ‘আত্মসাৎ ৫৮২ কোটি টাকার সার’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী খুরশীদ আলম খান।

প্রতিবেদনে বলা হয়, সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার টন রাসায়নিক সার বন্দর থেকে খালাসের পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেছে পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৫৮২ কোটি টাকা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত