টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রাইভেট কার খাদে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আলদী-দীঘিরপাড় সড়কের পুরান বাজার এলাকায় রাস্তার ওপর নির্মাণাধীন ভাঙা ব্রিজের গোড়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসূরার মানিক মিয়ার ছেলে জিসান (১৯) ও তাঁর বন্ধু একই গ্রামের সর্গতুল্লাহর ছেলে ফাহিম (১৭)। গুরুতর আহত হয়েছে একই গ্রামের জাহিদ হাসান (১৬)। সে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে লাল রঙের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিসান ও ফাহিমকে মৃত ঘোষণা করেন। এর আগেও একটি সিএনজি অটোরিকশা একই স্থানে পড়ে গিয়ে দুজন গুরুতর আহত হয়েছিলেন। কর্তৃপক্ষের অবহেলায় এমন দুর্ঘটনা ঘটছে।
জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তাঁর প্রাইভেট কার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মানিক মিয়ার ছেলে জিসান ভগ্নীপতির গাড়ি নিয়ে শুক্রবার গভীর রাতে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়।
স্বজনদের অভিযোগ, নির্মাণাধীন ব্রিজের গোড়ায় কোনো রকম সাইনবোর্ড বা ব্যারিকেড না থাকায় তারা খাদে পড়ে মারা যায়। যদি কোনো ব্যারিকেড দেওয়া থাকত, তাহলে দুটি তাজা প্রাণ বেঁচে যেত। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সড়ক ও জনপথ (সওজ) ঢাকা উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান আজকের পত্রিকাকে জানান, অতিদ্রুত সেখানে একটি সাইনবোর্ডের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘উপজেলার পুরাস্থ নির্মাণাধীন ব্রিজের নিচে রাস্তার পাশের খাদ থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রাইভেট কার খাদে পড়ে দুই বন্ধু নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আলদী-দীঘিরপাড় সড়কের পুরান বাজার এলাকায় রাস্তার ওপর নির্মাণাধীন ভাঙা ব্রিজের গোড়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসূরার মানিক মিয়ার ছেলে জিসান (১৯) ও তাঁর বন্ধু একই গ্রামের সর্গতুল্লাহর ছেলে ফাহিম (১৭)। গুরুতর আহত হয়েছে একই গ্রামের জাহিদ হাসান (১৬)। সে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে লাল রঙের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিসান ও ফাহিমকে মৃত ঘোষণা করেন। এর আগেও একটি সিএনজি অটোরিকশা একই স্থানে পড়ে গিয়ে দুজন গুরুতর আহত হয়েছিলেন। কর্তৃপক্ষের অবহেলায় এমন দুর্ঘটনা ঘটছে।
জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তাঁর প্রাইভেট কার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। মানিক মিয়ার ছেলে জিসান ভগ্নীপতির গাড়ি নিয়ে শুক্রবার গভীর রাতে দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়।
স্বজনদের অভিযোগ, নির্মাণাধীন ব্রিজের গোড়ায় কোনো রকম সাইনবোর্ড বা ব্যারিকেড না থাকায় তারা খাদে পড়ে মারা যায়। যদি কোনো ব্যারিকেড দেওয়া থাকত, তাহলে দুটি তাজা প্রাণ বেঁচে যেত। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সড়ক ও জনপথ (সওজ) ঢাকা উপবিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান আজকের পত্রিকাকে জানান, অতিদ্রুত সেখানে একটি সাইনবোর্ডের ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী বলেন, ‘উপজেলার পুরাস্থ নির্মাণাধীন ব্রিজের নিচে রাস্তার পাশের খাদ থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
কোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৬ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে জনস্বাস্থ্য কার্যালয়ের নলকূপ স্থাপন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মকর্তারা সরাসরি অতিরিক্ত টাকা নেওয়ার পাশাপাশি তাঁদের অনুগত স্থানীয় ঠিকাদারের প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা, নৈশপ্রহরীর স্বামী, নলকূপ বিক্রেতাসহ এলাকাভিত্তিক বেশ কয়েকজনের মাধ্যমে...
৭ ঘণ্টা আগে