Ajker Patrika

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশের দাবি পুরান ঢাকার ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
পুরান ঢাকার ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার বাণিজ্যিক এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি।

আজ সোমবার দুপুরে পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে, মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং এই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার দাবি করেন।

ব্যবসায়ীরা বলেন, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন রাস্তায় প্রকাশ্যে দিবালোকে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে নিষ্ঠুরভাবে হত্যা করার প্রতিবাদে তাঁদের এই সংবাদ সম্মেলন।

ব্যবসায়ীরা বলেন, পুরান ঢাকা সমগ্র বাংলাদেশের একটি ব্যবসা প্রাণকেন্দ্র। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে এসে কেনাকাটা করেন। পুরান ঢাকা থেকে সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, বর্তমানে পুরান ঢাকার ব্যবসায়ীরা অরক্ষিত, একটি অনিরাপদ অবস্থায় ব্যবসা পরিচালনা করতে হচ্ছে।

তাঁরা বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর থেকে একটি সুশৃঙ্খল পরিবেশে ব্যবসা পরিচালনা করা ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে উঠেছে। চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানির কারণে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী বশির উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মাওলা এবং সাবেক সভাপতি হাফেজ এনায়েত উল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

এক বছর আগের সাহস গেল কোথায়

১০০ গজ দূরেই ক্যাম্প, তবু সোহাগকে বাঁচাতে কেন এল না কেউ—যা বললেন আনসারপ্রধান

উচ্চকক্ষ ‘সিনেটে’ ৭৬ আসনের প্রস্তাব, সদস্য নির্বাচন জনগণের ভোটে

শিক্ষার্থীদের ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া বিএসবির সেই বাশার গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত