ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (এফইসি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সন্ধ্যায় এই নোটিশ দিয়েছে। তবে এমন সিদ্ধান্তে অসন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিতের নোটিশে স্বাক্ষর করেন অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. আলমগীর হোসেন।
সম্প্রতি কলেজ শাখায় ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। তিন দিন ধরে নানা কর্মসূচি পালন করছিলেন তাঁরা।
এর ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা। এ কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতারা বহিরাগতদের নিয়ে মহড়া দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে তাঁরা অভিযোগ করেন।
শিক্ষার্থীদের দাবির মুখে দুপুরে জরুরি একাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিলের মিটিং ডাকে কলেজ প্রশাসন। পরে সন্ধ্যায় এক নোটিশে জানানো হয়, ‘ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হলো।’ এর ব্যত্যয় ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
এদিকে এই নোটিশ জারি করায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। আসিফ আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা চেয়েছিলাম নিষিদ্ধ, কিন্তু প্রশাসন সেটা না করে স্থগিত করে রেখেছে। এটা কোনো সমাধান হতে পারে না। তাঁরা বলেছেন, নিষিদ্ধ করার ক্ষমতা নেই। তাহলে অন্য কলেজগুলোতে প্রশাসন কীভাবে নিষিদ্ধ ঘোষণা করে থাকে?’
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে (এফইসি) সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সন্ধ্যায় এই নোটিশ দিয়েছে। তবে এমন সিদ্ধান্তে অসন্তুষ্টির কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিতের নোটিশে স্বাক্ষর করেন অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. আলমগীর হোসেন।
সম্প্রতি কলেজ শাখায় ছাত্রদলের কমিটি ঘোষণা করায় ক্ষোভে ফুঁসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। তিন দিন ধরে নানা কর্মসূচি পালন করছিলেন তাঁরা।
এর ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে থাকেন শিক্ষার্থীরা। এ কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতারা বহিরাগতদের নিয়ে মহড়া দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে তাঁরা অভিযোগ করেন।
শিক্ষার্থীদের দাবির মুখে দুপুরে জরুরি একাডেমিক কাম প্রশাসনিক কাউন্সিলের মিটিং ডাকে কলেজ প্রশাসন। পরে সন্ধ্যায় এক নোটিশে জানানো হয়, ‘ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হলো।’ এর ব্যত্যয় ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।
এদিকে এই নোটিশ জারি করায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। আসিফ আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা চেয়েছিলাম নিষিদ্ধ, কিন্তু প্রশাসন সেটা না করে স্থগিত করে রেখেছে। এটা কোনো সমাধান হতে পারে না। তাঁরা বলেছেন, নিষিদ্ধ করার ক্ষমতা নেই। তাহলে অন্য কলেজগুলোতে প্রশাসন কীভাবে নিষিদ্ধ ঘোষণা করে থাকে?’
বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। এ দাবিতে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাঁরা এ দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একটি মানববন্ধন কর্মসূচ
২ মিনিট আগেরংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে নগরীর স্টেশন এলাকার বাবুপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেচট্টগ্রামের সাতকানিয়ায় ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুজন তাদের সক্রিয় কর্মী। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
১৩ মিনিট আগেশরীয়তপুরের বিভিন্ন এলাকায় জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার নির্মাণ ও মাটি বিক্রি অভিযোগ পাওয়া গেছে জেলার সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রোকন সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ করা হলে সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় যুবদল নেতা রোকন সরদারকে আটক করে পুলিশ।
২৩ মিনিট আগে