Ajker Patrika

সাংবাদিক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সাংবাদিক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

ফরিদপুরে এক সাংবাদিক (প্রতিবেদক) ও তাঁর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সালথা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সালথা প্রতিনিধি হাসান মোল্যার পরিবারে নামে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই প্রতিবেদক। 

সাংবাদিক হাসান মোল্যা জানান, গত ৩ জানুয়ারি দুপুরের তাঁকে তাঁর বাড়ির সামনে এসে আসামিরা তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের করতে হুমকি দেয়। নইলে তাঁকে ও তাঁর পরিবারের যে কাউকে পেলেই খুন করে লাশ গুম করে ফেলবে। 

তিনি বলেন, ‘এর পর থেকে এতে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনায় সালথা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি যার জিডি নম্বর ২৪৬।’ 

এর আগে গত বছরের ১৩ নভেম্বর পূর্ব শত্রুতার জের ধরে হাসান মোল্যার ওপর অতর্কিত হামলা চালায় আহম্মাদ মোল্যার ছেলে রুবেল মোল্যা, জুয়েল মোল্যা, নাঈম মোল্যা ও এরশাদ মোল্যা ও অজ্ঞাত কয়েকজন। এতে হাসান মোল্যার ভাই শফিকুল মোল্যা ও ফারুক মোল্যা গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যায়। 

পরে পুলিশের অভিযানে আসামিদের বাড়ি থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর সালথা থানায় উল্লেখিত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলায় গ্রেপ্তার ১ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এতে আসামি পক্ষ আরও ক্ষিপ্ত হয়ে গত ১৯ ডিসেম্বর হাসান মোল্যার পরিবারের ৬ জনকে আসামি করে কোর্টে পাল্টা মামলা দায়ের করেন। 

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ আনিসুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত