Ajker Patrika

লিচুগাছে ঝুলছিল নারীর মরদেহ, পরিবার বলছে আত্মহত্যা 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২০: ১৮
লিচুগাছে ঝুলছিল নারীর মরদেহ, পরিবার বলছে আত্মহত্যা 

গাজীপুরের শ্রীপুরে মমতাজ বেগম (৫০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার শিমলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মমতাজ উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, স্বামী-সন্তান জোর করে জমি বিক্রি করে দেওয়ায় অভিমানে মমতাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের ছেলে মাসুদ রানা বলেন, ‘পারিবারিক প্রয়োজনে আমি ও বাবা জমি বিক্রির সিদ্ধান্ত নিই। জমি বিক্রিতে মায়ের মত ছিল না। মায়ের অমতে জমি বিক্রি করায় অভিমানে আত্মহত্যা করেছেন। জমি নিবন্ধন করতে রওনা সময় মা বলছিল যা ফিরে এসে আমার মরা মুখ দেখবি। বাস্তবে তা-ই হয়েছে। বাড়িতে এসে দেখি বাড়ির পাশে একটি লিচুগাছের সঙ্গে ফাঁসিতে ঝুলছে।’

মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে স্বামী-সন্তান মিলে জমি বিক্রি করায় বাধা দেন মমতাজ বেগম। নিষেধ থাকা সত্ত্বেও জমি নিবন্ধন করতে গেলে তিনি আত্মহত্যা করেন বলে জানতে পারছি।’

মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের একটি লিখিত আবেদন দেন। তাঁদের অবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিন্টু মোল্লাহ আরও বলেন, ‘জমিসংক্রান্ত পারিবারিক সমস্যার কারণে ওই নারী আত্মহত্যা করেছে জেনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত