ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আসামি কামাল শেখ (৫৫)। আত্মসমর্পণের পর জামিনে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। এমন খবরে জামিন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। পরে তারা মিছিল নিয়ে আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ করে। এতে ভুক্তভোগী পরিবারসহ ওই এলাকার অর্ধশত নারী-পুরুষ অংশ নেন।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি কামাল শেখ ১০ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি মুখের হাত সরিয়ে চিৎকার করলে ওই ঘর থেকে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে। এ ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন শিশুটির মা। এ মামলায় গত ২৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ব্যক্তি।
মানববন্ধনে শিশুটির মা বলেন, ‘কামাল আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় মামলা করার পর থেকে স্থানীয় প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার স্বামী একজন ভ্যানচালক। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এর মধ্যে আসামিও জামিনে বের হয়ে যাচ্ছে বলে শুনেছি। আমার মেয়ের জীবন নষ্টকারী যদি বিচারের আগেই বের হয়ে আসে, তাহলে আমাদের এলাকায় থাকতে দেবে না। আমি ওর ফাঁসি চাই।’
স্থানীয় বাসিন্দা বাবর আলী মোল্যা বলেন, ‘একজন ধর্ষকের বিচার না হলে আবারও সে ওই কাজ করার সাহস পাবে। শুনতেছি, জামিনে বের হয়ে আসবে। আমরা এই ধর্ষকের উপযুক্ত বিচার চাই এবং জামিন বন্ধের ব্যবস্থা করা হোক।’ এ ছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তের পাশে কোনো আইনজীবী না দাঁড়ানোর অনুরোধ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হয়েছে। এর মধ্যে পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন আসামি কামাল শেখ (৫৫)। আত্মসমর্পণের পর জামিনে বের হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। এমন খবরে জামিন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। পরে তারা মিছিল নিয়ে আদালত চত্বরে গিয়ে বিক্ষোভ করে। এতে ভুক্তভোগী পরিবারসহ ওই এলাকার অর্ধশত নারী-পুরুষ অংশ নেন।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি কামাল শেখ ১০ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে তাঁর ঘরে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুটি মুখের হাত সরিয়ে চিৎকার করলে ওই ঘর থেকে স্থানীয়রা গিয়ে উদ্ধার করে। এ ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন শিশুটির মা। এ মামলায় গত ২৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ব্যক্তি।
মানববন্ধনে শিশুটির মা বলেন, ‘কামাল আমার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। এ ঘটনায় মামলা করার পর থেকে স্থানীয় প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। আমার স্বামী একজন ভ্যানচালক। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এর মধ্যে আসামিও জামিনে বের হয়ে যাচ্ছে বলে শুনেছি। আমার মেয়ের জীবন নষ্টকারী যদি বিচারের আগেই বের হয়ে আসে, তাহলে আমাদের এলাকায় থাকতে দেবে না। আমি ওর ফাঁসি চাই।’
স্থানীয় বাসিন্দা বাবর আলী মোল্যা বলেন, ‘একজন ধর্ষকের বিচার না হলে আবারও সে ওই কাজ করার সাহস পাবে। শুনতেছি, জামিনে বের হয়ে আসবে। আমরা এই ধর্ষকের উপযুক্ত বিচার চাই এবং জামিন বন্ধের ব্যবস্থা করা হোক।’ এ ছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তের পাশে কোনো আইনজীবী না দাঁড়ানোর অনুরোধ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হয়েছে। এর মধ্যে পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৩ ঘণ্টা আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৩ ঘণ্টা আগে