রাজবাড়ী প্রতিনিধি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট। স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করলেও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ ছিল কম।
আজ মঙ্গলবার সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, যানজট না থাকায় নেই ভোগান্তিও। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে ফেরি পার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে। ফেরিগুলো দীর্ঘ সময় যাত্রী ও যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়।
কুষ্টিয়া থেকে আসা সোহানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করি। গত কয়েক বছর ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ব্যবহার করে আসা-যাওয়া করি। আগে দেখেছি ফেরিঘাটে এসে যানজটের করণে ভোগান্তিতে পড়তে হয়েছে। এ বছর তেমন কিছু হয়নি। ঘাটে এসেই ফেরিতে উঠে চলে যেতে পারছি।’
লালন পরিবহনের যাত্রী ফিরোজ মাহামুদ বলেন, আগে ঈদে ফেরিতে ওঠার জন্য ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। ফেরি গাড়ির জন্য বসে থাকছে।
আরেক যাত্রী তামান্না আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছি। পদ্মা সেতু চালুর পর থেকে এই নৌপথে কোনো ভোগান্তি নেই। আমরা খুবই খুশি সড়ক ও ফেরিঘাটে ভোগান্তি না থাকায়।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফিরছে মানুষ। তবে ঘাট এলাকায় এখনো যানবাহন ও যাত্রীর চাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে। তবে ভোগান্তিতে পড়তে হবে না ফেরিঘাটে এসে। এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।’
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ফেরিঘাট। স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করলেও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ ছিল কম।
আজ মঙ্গলবার সকালে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, যানজট না থাকায় নেই ভোগান্তিও। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে ফেরি পার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে। ফেরিগুলো দীর্ঘ সময় যাত্রী ও যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়।
কুষ্টিয়া থেকে আসা সোহানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ঢাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করি। গত কয়েক বছর ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ব্যবহার করে আসা-যাওয়া করি। আগে দেখেছি ফেরিঘাটে এসে যানজটের করণে ভোগান্তিতে পড়তে হয়েছে। এ বছর তেমন কিছু হয়নি। ঘাটে এসেই ফেরিতে উঠে চলে যেতে পারছি।’
লালন পরিবহনের যাত্রী ফিরোজ মাহামুদ বলেন, আগে ঈদে ফেরিতে ওঠার জন্য ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়েছে। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। ফেরি গাড়ির জন্য বসে থাকছে।
আরেক যাত্রী তামান্না আক্তার বলেন, ‘ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছি। পদ্মা সেতু চালুর পর থেকে এই নৌপথে কোনো ভোগান্তি নেই। আমরা খুবই খুশি সড়ক ও ফেরিঘাটে ভোগান্তি না থাকায়।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফিরছে মানুষ। তবে ঘাট এলাকায় এখনো যানবাহন ও যাত্রীর চাপ নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে পারে। তবে ভোগান্তিতে পড়তে হবে না ফেরিঘাটে এসে। এই নৌরুটে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।’
রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩০ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩১ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগেঘটনাটি ঘটেছে নগরের বোয়ালিয়া থানা থেকে মাত্র প্রায় ৪০০ মিটার দূরে। মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশা থামিয়ে পরিকল্পিতভাবে এই ছিনতাই করে।
১ ঘণ্টা আগে