Ajker Patrika

সহকর্মীদের সামনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৩, ১০: ২৩
সহকর্মীদের সামনে বিদ্যুতায়িত হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

কাজ করার সময় আলোর স্বল্পতা দেখা দিলে নিজেই লাইট লাগানোর চেষ্টা করছিলেন নির্মাণশ্রমিক মোস্তাফিজুর রহমান মিঠু। এ সময় তারে হাত লাগাতেই বিদ্যুতায়িত হন তিনি। প্রায় এক মিনিট তারের সঙ্গে ঝুলে থাকার পর তাঁকে উদ্ধার করেন সহকর্মীরা। পরে আহত অবস্থায় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার বাগবাড়ির ফরিদ মণ্ডলের বাড়িতে।

মাহফুজুর রহমান মিঠু (২৫) লালমনিরহাট সদর থানার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের সাবের আলীর ছেলে। আশুলিয়ায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন তিনি।

সহকর্মী নির্মাণশ্রমিক খোকন আজকের পত্রিকাকে বলেন, ‘মিঠু মিস্ত্রি ছিলেন আর আমরা তিনজন সহকারী হিসেবে কাজ করছিলাম। সিঁড়ির চিলেকোঠার ছাদের ঢালাইকাজ চলছিল। সন্ধ্যা হয়ে গেলে লাইট লাগানোর জন্য বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। সেখানেই বিদ্যুতায়িত হন। তারের সঙ্গে প্রায় এক মিনিট ধরে লেগে ছিলেন। তার ছোটার পর আমরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসতে আসতেই মারা যান।’

নিহতের বড় ভাই মাসুম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সঙ্গে সাড়ে ৬টার দিকে মিঠুর কথা হয়েছে। এর পরেই খবর আসে যে তাকে হাসপাতালে নিয়ে আসছে। আমি এসে দেখি আমার ভাই আর নেই।’

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুতায়িত হওয়া একজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো এমন কোনো খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত