গোপালগঞ্জ প্রতিনিধি
মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে কবির সরদার (৩৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কবির সরদারের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
সদর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কয়েকজন যুবক মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলছিলেন। সেখানে ছিলেন স্থানীয় জাহিদ শেখের ছেলে হাসান শেখ ও লোকমান সরদারের ছেলে টিটু সরদারসহ আরও কয়েকজন যুবক। খেলা চলাকালীন একপর্যায়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির শুরু হয়। পরে স্থানীয় ইউপি সদস্য আরোজ আলী বিষয়টি মীমাংসা করে দেন।
এর প্রায় কিছুক্ষণ পরে ওই ঘটনার জের ধরে প্রাইমারি স্কুলের সামনে হাসান শেখের সমর্থক জাহিদ শেখ ধারালো ছুরি নিয়ে টিটু সরদারের ওপর হামলা করে। এ সময় অবস্থা বেগতিক দেখে একই এলাকার কবির সরদার উভয়ের মারামারি ঠেকাতে এগিয়ে আসেন। এ সময় জাহিদ শেখের ধারালো ছুরির আঘাতে কবির সরদার ও টিটু সরদার মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কবির সরদারকে মৃত ঘোষণা করেন। আহত টিটু সরদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে কবির সরদার (৩৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কবির সরদারের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
সদর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কয়েকজন যুবক মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলছিলেন। সেখানে ছিলেন স্থানীয় জাহিদ শেখের ছেলে হাসান শেখ ও লোকমান সরদারের ছেলে টিটু সরদারসহ আরও কয়েকজন যুবক। খেলা চলাকালীন একপর্যায়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির শুরু হয়। পরে স্থানীয় ইউপি সদস্য আরোজ আলী বিষয়টি মীমাংসা করে দেন।
এর প্রায় কিছুক্ষণ পরে ওই ঘটনার জের ধরে প্রাইমারি স্কুলের সামনে হাসান শেখের সমর্থক জাহিদ শেখ ধারালো ছুরি নিয়ে টিটু সরদারের ওপর হামলা করে। এ সময় অবস্থা বেগতিক দেখে একই এলাকার কবির সরদার উভয়ের মারামারি ঠেকাতে এগিয়ে আসেন। এ সময় জাহিদ শেখের ধারালো ছুরির আঘাতে কবির সরদার ও টিটু সরদার মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কবির সরদারকে মৃত ঘোষণা করেন। আহত টিটু সরদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৩ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩০ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩৪ মিনিট আগে