Ajker Patrika

যে বিচার বিক্রি করবে, তাকে বিচারকের আসনে বসাব না: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ২২: ৪২
যে বিচার বিক্রি করবে, তাকে বিচারকের আসনে বসাব না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘যে বিচার বিক্রি করবে, তাকে আমরা বিচারকের আসনে বসাব না। যারা পরিশ্রম করবে না, তাকেও বসাব না। তাকেই আমরা নিয়োগ দেব, যে শতভাগ সৎ হবে, পরিশ্রমী হবে। যে বিচারপ্রার্থীদের প্রতি দরদ দিয়ে তাকাবে।’

আজ শনিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ল ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়টির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাস উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক এম এম শহীদুল হাসান। 

প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবীরা বোঝে কীভাবে আইন তৈরি করতে হবে। সংসদে আইনজীবী নেই, ব্যবসায়ীরা দখল করে নিচ্ছে। আমার কাছে মনে হয় জাতি হিসেবে এটা ব্যর্থতা। ভালো আইনজীবী হতে হলে ঘোড়ার মতো পরিশ্রম করতে হবে, সন্ন্যাসীর মতো সাধনা করতে হবে। সততা থাকতে হবে। সাধনা ছাড়া, পড়ালেখা ছাড়া ভালো আইনজীবী হওয়া যাবে না। সততা না থাকলে সামনে আগানো যায় না। দেশে হাজার হাজার আইনজীবী আছে। ভালো আইনজীবীর সংখ্যা হাতে গোনা। অনেক সময় আইনজীবীর কারণে মামলা হেরে যায়।’

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘বিনয়ী হতে হবে। মক্কেলের প্রতি, মানুষের প্রতি মানবিক আচরণ করবেন। নইলে এগোতে পারবেন না। সহজেই বাড়ি-গাড়ি করার প্রবণতা আইন পেশায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। ভালো আইনজীবী হতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে। 

এ ছাড়া আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা না হওয়ার বিষয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘করোনা ও মামলার কারণে হয়নি। এখন থেকে ঠিকঠাকভাবে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত