Ajker Patrika

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তথ্য আপাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৪: ১৬
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তথ্য আপাদের বিক্ষোভ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরত নারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন। চাকরি রাজস্ব অন্তর্ভুক্তকরণের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তাঁরা। 

আজ রোববার সকাল ৯টার পর থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত কয়েক শ নারী সেখানে জড়ো হন। 

‘নারী-পুরুষ সমতায়, তথ্য আপা পথ দেখায়’, ‘এক দফা-এক দাবি, কর্মরত জনবল নিয়ে রাজস্বে তথ্য আপা’, ‘গ্রামীণ নারীর একমাত্র আশ্রয়স্থল, তথ্য আপা প্রকল্প রাজস্ব চাই’, ‘আর নয় প্রকল্প, আমরা চাই রাজস্ব’—এ সব স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। 

বিক্ষোভকারীরা জানান, ‘তথ্য আপা’ প্রকল্পে ২ হাজারের বেশি নারী কর্মরত আছেন। তাঁরা সবাই চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত। এই প্রকল্পে শুধু নারীরাই কাজ করেন। 

বিক্ষোভকারীরা বলেন, ‘আমাদের বলা হয়েছিল, এ বছর বর্তমান জনবলসহ প্রকল্পটি রাজস্ব করা হবে। কিন্তু তা না করে এক এক বছর মেয়াদ বাড়িয়ে যাচ্ছে। গত ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। আরও এক বছর বাড়ানোর পদক্ষেপ নিয়েছেন। আমরা এক বছর চুক্তি চাই না। আমরা কর্মরত জনবলসহ রাজস্ব চাই।’ 

দুপুর সাড়ে ১২টার দিকে অন্তরা মিত্র নামের একজন কর্মী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আমাদের চাকরির রাজস্বকরণ চাইছি। প্রধান উপদেষ্টা আমাদের তাঁর বাসভবনে আলোচনার অনুমতি দিয়েছেন। আশা করছি আমাদের দাবি পূরণ হবে।’ 

২০১১ সালে তথ্য আপা প্রকল্পের কার্যক্রম শুরু। এক যুগ পেরিয়ে গেলেও এটা সরকারিকরণ হয়নি। প্রকল্পের প্রথম পর্যায় শেষ হয়ে এখন দ্বিতীয় পর্যায় চলছে। বারবার রাজস্বের দাবি জানালেও চুক্তিতে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে কাজ চালানো হচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত