Ajker Patrika

আড়াইহাজার পৌর নির্বাচন: সেই কেন্দ্রের গোপন কক্ষে নৌকার এজেন্টের নজরদারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ জুন ২০২৩, ১৫: ৩৪
আড়াইহাজার পৌর নির্বাচন: সেই কেন্দ্রের গোপন কক্ষে নৌকার এজেন্টের নজরদারি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আলোচিত সেই ওয়ার্ডের একটি কেন্দ্রের গোপন কক্ষে নৌকার এজেন্টকে নজরদারি করতে দেখা গেছে। আজ সোমবার দুপুরে পৌরসভার নাগেরচর ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

নির্বাচনের দুদিন আগে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছিলেন নৌকা ছাড়া অন্য কেউ এখানে থাকবে না। তাই প্রশাসন থেকে শুরু করে সব প্রার্থীর নজর এই ওয়ার্ডে।

ভোটের শুরু থেকেই নাগেরচর ঈদগাহ ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে দেখা যায় নৌকা সমর্থিত প্রার্থী সুন্দর আলীর এজেন্ট ও সমর্থকদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করেও ভোটকেন্দ্রের ভেতর থেকে তাঁদের সরাতে পারছেন না।

ভোটকেন্দ্রের এক নম্বর বুথে নৌকার এজেন্টকে দেখা যায় কিছুক্ষণ পরপরই গোপন কক্ষে উঁকি দিয়ে বা ঢুকে নজরদারি করছেন। কখনো ভোটারের হয়ে ভোটও দিয়ে দিচ্ছিলেন। গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেলেই সরে যাচ্ছেন। পরে আবার তৎপর হচ্ছেন। বেলা ১টার দিকে গোপন কক্ষে নজরদারি করা অবস্থায় হাতেনাতে ধরলে নানা অজুহাত দেখাতে থাকেন। বিষয়টি প্রিসাইডিং অফিসারের নজরে আনলে তিনি এজেন্টকে সতর্ক করে চুপচাপ বসে থাকতে বলেন।

এ বিষয়ে মেয়রপ্রার্থী মামুন অর রশীদের এক এজেন্ট বলেন, ‘সকাল থেকে পোলিং অফিসারের সামনেই নৌকার এজেন্ট ভেতরে উঁকি দিচ্ছিল আর প্রভাব বিস্তার করছিল। একই এলাকায় থাকি, কিছু বললে পরে ক্ষতি করতে পারে এই ভয়ে কিছু বলিনি। আপনারা তো নিজের চোখেই দেখলেন।’

প্রিসাইডিং অফিসার শাহ জাহান বলেন, ‘আমি তাঁকে সতর্ক করে দিয়েছি। এরপর একই কাজ করলে তাঁকে বুথ থেকে বের করে দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের সামনে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলসাদ জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি একটু আগেও ভেতরে গিয়ে সব পোলিং এজেন্টকে জিজ্ঞেস করে এসেছি। কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ না করলে কীভাবে ব্যবস্থা নেব?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত