Ajker Patrika

মোহাম্মদপুরে মাদক-ছিনতাইবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৮

অনলাইন ডেস্ক
মোহাম্মদপুরে অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
মোহাম্মদপুরে অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযান চলে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত। পরে সকালে গণমাধ্যমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

এসি মেহেদী হাসান বলেন, গতকাল সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত থানা-পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা আসামি রয়েছে। এ ছাড়া ডেভিল হান্টের অভিযানে ৭ জন এবং গভীর রাতে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার হয়। তাদের আজই আদালতে পাঠানো হচ্ছে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা অশান্ত হয়ে ওঠে। এ সময়ে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর অভিযানেও তাদের নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছিল। গত শনিবার থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত