Ajker Patrika

মশা নিয়ন্ত্রণ করতে না পারলে ডেঙ্গু রোগী বাড়বেই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৫: ৫৭
মশা নিয়ন্ত্রণ করতে না পারলে ডেঙ্গু রোগী বাড়বেই: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে অভিহিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘প্রায় সব জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালেও অনেক রোগী। এটা কাম্য নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সেবার কাজ করছে, কিন্তু মশা নিয়ন্ত্রণ করতে না পারলে রোগী বাড়বেই।’

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী। তিনি বলেন, ‘মানুষকে সচেতন হতে হবে। একই সঙ্গে সিটি করপোরেশনকে মশা নিধনে জোরালোভাবে কাজ করতে হবে। হাসপাতালে ৩ হাজারের বেশি রোগী ভর্তি। আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। কিন্তু রোগীর সংখ্যা না কমালে মৃত্যুর সংখ্যা কমানো কঠিন।’ 

অনুষ্ঠানে জাহিদ মালেক জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। শিগ্‌গিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যেসব এলাকায় মশা বেশি, সেসব এলাকায় স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত