Ajker Patrika

খালেদা জিয়া চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন: শফিকুর রহমান কিরণ

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২৫, ১৬: ৩০
জাজিরা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা
জাজিরা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আলহাজ্ব শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি এবং শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।’

শনিবার (১৭ মে) রাতে জাজিরা উপজেলায় বিএনপির এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করে জাজিরা উপজেলা বিএনপি।

সম্মেলনের উদ্বোধন করে শফিকুর রহমান কিরণ বলেন, ‘দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। শরীয়তপুর জেলা বিএনপি ৩১ দফা বাস্তবায়নে সামনে থেকে নেতৃত্ব দেবে।’

কিরণ আরও বলেন, ‘দেশের মানুষ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিই এখন একমাত্র আশার আলো। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনায় ফিরে আসবে এবং খালেদা জিয়া হবেন চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী।’

বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে অবাধ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে নামবে বিএনপি।’

কিরণ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে গণহত্যা চালানো হয়েছে। আন্দোলনের সময় শিশুদের গুলি করে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে নারী-শিশুদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। অনেকের লাশও খুঁজে পাওয়া যায়নি।’

নেতা-কর্মীদের উদ্দেশে শফিকুর রহমান কিরণ বলেন, ‘চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। দলের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।’

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা বিএনপির আহ্বায়ক বজলুর রশিদ সিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল হক মোল্লা, শাহ আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা মহিলা দলের সভাপতি আল আসমা-উল হুসনা, ভিপি নাজমুল হক বাদলসহ দলীয় নেতারা।

কর্মী সম্মেলনে জাজিরা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে বজলুর রশিদ সিকদার এবং সদস্যসচিব হিসেবে মাহাবুব আলম টিটু আকনের নাম ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মাহাবুব আলম টিটু আকন এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. রুবেল আকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত