Ajker Patrika

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ মে ২০২২, ১৩: ৪৪
শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে মো. সুজন মিয়া নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের নয়নপুর এলাকায় বাড়ির পাশের আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, মো. সুজন মিয়া (১৯) পাবনা জেলার আতাইকুলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।

এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, সুজন নয়নপুর বাজারের পূর্ব পাশে জনৈক সজীব শেখের বাড়িতে ভাড়া থেকে তিব্বত গ্রুপের স্থানীয় রিদিশা কারখানায় শ্রমিকের কাজ করতেন। গতকাল শনিবার রাতের খাবার খেয়ে সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন তিনি। সকালে তাঁর চাচা অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সুজনকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে বাড়ির বাইরে আমগাছে গলায় রশি প্যাঁচানো অবস্থায় সুজনের মরদেহ দেখতে পান। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়ার যাবে, এটি হত্যা না আত্মহত্যা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত