Ajker Patrika

আগামী বছরের ডিসেম্বরে চালু হবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১২: ৩২
আগামী বছরের ডিসেম্বরে চালু হবে মেট্রোরেল

মেট্রোরেলের ভায়াডাক্ট বা উড়ালপথের ওপর পরীক্ষামূলক চলাচলের সূচনা হয়েছে। রোববার সকাল ১১টা ৫৪ মিনিটে মেট্রোরেল ছাড়া হয়। সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এটার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।   

সেতুমন্ত্রী জানিয়েছেন, আগামী বছরের ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধন করা হবে। 

সেতুমন্ত্রী জানিয়েছেন জুলাই মাস পর্যন্ত সব মিলিয়ে কাজ এগিয়েছে ৬৮ দশমিক ৪৯ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ হয়েছে সবচেয়ে বেশি। এ অংশে কাজ হয়েছে ৮৮ দশমিক ১৮ শতাংশ। ১১ দশমিক ৭৩  কিলোমিটার ভায়াডাক্টের দুপাশে বসানো হয়েছে প্যারা পেট ওয়াল। নয়টি স্টেশনের নির্মাণের কাজ পুরোদমে চলছে। এদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত গত মাস পর্যন্ত কাজ এগিয়েছে ৬৭ দশমিক ৭৪ শতাংশ। 

উড়ালপথের ওপর মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  এদিকে, জাপান থেকে মেট্রোরেলের পঞ্চম সেট ট্রেন দেশে আসতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ বছরের ডিসেম্বরে মেট্রোরেল চালু হওয়ার কথা থাকলেও। করোনার কারণে সেটি পিছিয়ে আগামী বছরের ডিসেম্বরে চালু করার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। 

রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক করতে মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত