Ajker Patrika

আলোচনা সভায় বক্তারা: অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বিদেশে যাওয়ার জন্য কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও সংকট শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনের নেতারা। 

আলোচনা সভায় বক্তারা বলেন, মালয়েশিয়াতে যাওয়ার জন্য সরকার নির্ধারিত খরচ ৭৮ হাজার ৯০০ টাকা হলেও ৪ লাখ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বিদেশ যেতেও ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগ সাজশে এজেন্সিগুলো অবৈধভাবে এই বাড়তি অর্থ নিচ্ছে। 

প্রবাসীদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার দেওয়া, দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবাসহ সংগঠনের ১০ দফা দাবি পড়ে শোনান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মো. ইব্রাহীম বীর প্রতীক। তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকার ১ কোটি ২০ লাখ প্রবাসীর কল্যাণের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। সুতরাং এ জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। 

সৌদিপ্রবাসী ও চট্টগ্রামের বাসিন্দা মো. মিজান বলেন, ‘আমরা যখন কাজের বিদেশ যাই তখন ৪ থেকে ৫ লাখ টাকা লাগে। এই টাকাটা ম্যানেজ করতে কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে ঋণ করতে হয়। প্রবাসে গিয়ে বছরের পর বছর ধরে আমাদের এই ঋণের বোঝা বহন করতে হয়। অথচ আমাদের পাশের দেশ ভারত, পাকিস্তান, নেপাল থেকে ওই একই দেশে যেতে তাদের কর্মীদের মাত্র ১ লাখ টাকা লাগে। তাই সরকারের প্রতি আমাদের বিদেশ যাওয়ার খরচ কমানোর দাবি জানাচ্ছি।’ 

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর বলেন, প্রবাসীরা যে স্বপ্ন নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন, তাঁরাই নানা অবহেলার শিকার হচ্ছেন। বিশেষ করে সাধারণ শ্রমজীবী প্রবাসীরা সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত ও নানা হয়রানির শিকার হচ্ছেন। 
 
সভায় আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজিম হাসানসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত