নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশে যাওয়ার জন্য কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও সংকট শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মালয়েশিয়াতে যাওয়ার জন্য সরকার নির্ধারিত খরচ ৭৮ হাজার ৯০০ টাকা হলেও ৪ লাখ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বিদেশ যেতেও ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগ সাজশে এজেন্সিগুলো অবৈধভাবে এই বাড়তি অর্থ নিচ্ছে।
প্রবাসীদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার দেওয়া, দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবাসহ সংগঠনের ১০ দফা দাবি পড়ে শোনান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মো. ইব্রাহীম বীর প্রতীক। তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকার ১ কোটি ২০ লাখ প্রবাসীর কল্যাণের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। সুতরাং এ জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে।
সৌদিপ্রবাসী ও চট্টগ্রামের বাসিন্দা মো. মিজান বলেন, ‘আমরা যখন কাজের বিদেশ যাই তখন ৪ থেকে ৫ লাখ টাকা লাগে। এই টাকাটা ম্যানেজ করতে কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে ঋণ করতে হয়। প্রবাসে গিয়ে বছরের পর বছর ধরে আমাদের এই ঋণের বোঝা বহন করতে হয়। অথচ আমাদের পাশের দেশ ভারত, পাকিস্তান, নেপাল থেকে ওই একই দেশে যেতে তাদের কর্মীদের মাত্র ১ লাখ টাকা লাগে। তাই সরকারের প্রতি আমাদের বিদেশ যাওয়ার খরচ কমানোর দাবি জানাচ্ছি।’
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর বলেন, প্রবাসীরা যে স্বপ্ন নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন, তাঁরাই নানা অবহেলার শিকার হচ্ছেন। বিশেষ করে সাধারণ শ্রমজীবী প্রবাসীরা সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত ও নানা হয়রানির শিকার হচ্ছেন।
সভায় আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজিম হাসানসহ অন্যরা।
বিদেশে যাওয়ার জন্য কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও সংকট শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনের নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মালয়েশিয়াতে যাওয়ার জন্য সরকার নির্ধারিত খরচ ৭৮ হাজার ৯০০ টাকা হলেও ৪ লাখ টাকা পর্যন্ত রাখা হচ্ছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও বিদেশ যেতেও ৪ থেকে ৫ লাখ টাকা খরচ হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগ সাজশে এজেন্সিগুলো অবৈধভাবে এই বাড়তি অর্থ নিচ্ছে।
প্রবাসীদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার দেওয়া, দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবাসহ সংগঠনের ১০ দফা দাবি পড়ে শোনান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান কর্নেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মো. ইব্রাহীম বীর প্রতীক। তিনি বলেন, এই ফ্যাসিবাদী সরকার ১ কোটি ২০ লাখ প্রবাসীর কল্যাণের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। সুতরাং এ জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে।
সৌদিপ্রবাসী ও চট্টগ্রামের বাসিন্দা মো. মিজান বলেন, ‘আমরা যখন কাজের বিদেশ যাই তখন ৪ থেকে ৫ লাখ টাকা লাগে। এই টাকাটা ম্যানেজ করতে কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে ঋণ করতে হয়। প্রবাসে গিয়ে বছরের পর বছর ধরে আমাদের এই ঋণের বোঝা বহন করতে হয়। অথচ আমাদের পাশের দেশ ভারত, পাকিস্তান, নেপাল থেকে ওই একই দেশে যেতে তাদের কর্মীদের মাত্র ১ লাখ টাকা লাগে। তাই সরকারের প্রতি আমাদের বিদেশ যাওয়ার খরচ কমানোর দাবি জানাচ্ছি।’
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর বলেন, প্রবাসীরা যে স্বপ্ন নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন, তাঁরাই নানা অবহেলার শিকার হচ্ছেন। বিশেষ করে সাধারণ শ্রমজীবী প্রবাসীরা সবচেয়ে বেশি অধিকার বঞ্চিত ও নানা হয়রানির শিকার হচ্ছেন।
সভায় আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ রেজা কিবরিয়া, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজিম হাসানসহ অন্যরা।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে