Ajker Patrika

সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের ১৫ দিন পর আহত ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭: ১৯
Thumbnail image

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাবি ছাত্র নুরনবী (২৪)) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ জন।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউয়ের প্রধান অধ্যাপক মোজাফফর হোসেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সায়েন্স ল্যাবের ঘটনায় আহত শিক্ষার্থী মারা গেছেন। ঘটনার দিন থেকেই তিন আইসিইউতে ছিলেন।’

এর আগে ৫ মার্চ রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটিতে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে তিনতলা ভবনের এক পাশের আংশিক দেয়াল ধসে পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত