Ajker Patrika

ট্রেনের ধাক্কায় নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২২, ২৩: ৩৮
ট্রেনের ধাক্কায় নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী নিহত

ট্রেনের ধাক্কায় নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে রেলসেতুর পূর্ব পাড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিয়ারামারুয়া এলাকায় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এরপর ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। 

নিহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নিহতের খালাতো ভাই জায়েদ। 

নিহত প্রকৌশলীর নাম জাবের খান জনি (২৪)। তিনি তমা কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। জনির বাড়ি কালিহাতী উপজেলার খড়শিলা গ্রামে। 

নির্মাণাধীন রেললাইনের কর্মীরা জানান, জাবের তমা কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। বিকেলে নির্মাণাধীন নতুন রেললাইনের কাজ শেষে মোবাইলফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি বিয়ারামারুয়া এলাকায় পৌঁছালে জাবেরকে ধাক্কা দেয়। এ সময় তাঁর পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

তবে এ বিষয়ে কোনো তথ্য পাননি বলে জানান বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত