Ajker Patrika

উফশী প্রকল্পের ১২৪ জন কর্মীকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উফশী প্রকল্পের ১২৪ জন কর্মীকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি

উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক (উফশী) প্রকল্পের ১২৪ জন কর্মী রাজস্ব খাতে তাদের চাকরি স্থানান্তরের দাবি জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু উফশী প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আজ সোমবার তারা এ দাবি করেন। 

সংগঠনটির সভাপতি মাধব চন্দ্র বাড়ৈ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামানসহ ভুক্তভোগী কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে বলা হয়, শেষ হওয়া উফশী প্রকল্পে তারা কর্মরত ছিলেন। সরকারি সকল আইন মেনে তারা এ প্রকল্পে যোগ দেন। প্রকল্পের ডিপিপিতে মেয়াদ শেষে রাজস্ব খাতে তাদের চাকরি স্থানান্তরের কথা থাকলেও দীর্ঘদিন পার হলেও ডিপিপি অনুযায়ী তাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। 

রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে হাইকোর্টে রিট করার কথা জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, রাজস্ব খাতে স্থানান্তর না করায় তারা হাইকোর্টে রিট করেন। পরবর্তীতে হাইকোর্ট ১৫৮ জন পিটিশনারদের রাজস্ব খাতে স্থানান্তরের আদেশ দেন। কিন্তু ১৫৮ জনের মধ্যে মাত্র ২৪ জনকে রাজস্ব খাতে স্থানান্তর করে পাট অধিদপ্তর। 

পাট অধিদপ্তরে চার শতাধিক শূন্য পদ রয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, পাট অধিদপ্তরে বর্তমানে কর্মরত জনবল এবং রিটকারীদের শিক্ষাগত যোগ্যতার কোনো পার্থক্য নেই। এ কারণে ১২৪ জনের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য পাট অধিদপ্তরের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত