Ajker Patrika

অপহরণের পর বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অপহরণের পর বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের এক কিশোরীকে (১৫) অপহরণের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউসুফ শেখ (২৫) ফরিদপুর কোতোয়ালি থানার দক্ষিণ চর মাধবদিয়া দিরাজতুল্লার ডাংগী গ্রামের সোলায়মানের ছেলে। 

গত শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে ইউসুফকে অভিযুক্ত করে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউসুফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। পুলিশ শুক্রবার রাতেই নিজ এলাকা থেকে অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করেছে। 

গতকাল শনিবার ধর্ষণের শিকার হওয়া কিশোরীর মা অভিযোগে জানান, ইউসুফ মাঝে মধ্যে তাঁর মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলত। মোবাইলে কথা বলতে নিষেধ করায় ইউসুফ ক্ষিপ্ত হয়ে তাঁর মেয়েকে অপহরণের চেষ্টা চালায়। তাঁর মেয়ে গত সোমবার আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের স্থানীয় আতর চেয়ারম্যানের বাজারে যায়। সেখান থেকে বিভিন্ন কৌশলে তাকে ইউসুফ মোটরসাইকেলে তুলে ফরিদপুর কোতোয়ালি থানার কামাডাঙ্গী এলাকার ইউসুফের মামা জনৈক রানার বাড়িতে নিয়ে যায়। তুলে নেওয়ার দুদিন পর গত বুধবার সকাল ৯টার দিকে তাঁর মেয়ে বাড়ি ফিরে আসে। 

বাড়ি ফিরে কিশোরী পরিবারকে জানায়, ইউসুফ তাকে তুলে নিয়ে গিয়ে ইউসুফের এক মামা রানার বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। সেখান থেকে সে বাড়িতে ফিরতে না চাইলে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এখন সে বিয়ে করবে না বলে অস্বীকার করে। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন, ‘এ বিষয়ে কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরে রাতেই অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে গতকাল শনিবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত