Ajker Patrika

হোসেনপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী উদ্ধার

প্রতিনিধি, হোসেনপুর (কিশোরগঞ্জ) 
হোসেনপুরে মানসিক প্রতিবন্ধী কিশোরী উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুরে শাবনুর (১৩) নামে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে হোসেনপুর উপজেলার সুরাটি বাজার এলাকায় হাতে শিকল পরা অবস্থায় ঘোরাফেরা করতে থাকে। স্থানীয়রা মেয়েটি সুরক্ষা দিতে উপজেলা প্রশাসনকে খবর দেয়। 

উপজেলা সমাজ সেবা অফিসার মো. এহছানুল হক অসহায় ঠিকানা বিহীন মেয়েটিকে উদ্ধার করে হোসেনপুর থানায় জিডি করেন। পরে নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন ২০২১ অনুযায়ী তাকে গাজীপুরের কাশিমপুর আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত কিশোরীকে ভবঘুরে ঘোষণা করে সরকারি আশ্রয় কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত