Ajker Patrika

সাটুরিয়ায় বিএনপির বর্ধিত সভায় আ. লীগের হামলার অভিযোগ, আহত ২০ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়ায় বিএনপির বর্ধিত সভায় আ. লীগের হামলার অভিযোগ, আহত ২০ 

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএনপির বর্ধিত সভায় হামলা করেছেন আওয়ামী লীগে নেতা–কর্মীরা। বর্ধিত সভার শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ২০ আহত হয়েছেন। নাহিদ নামে বিএনপির এক নেতাকে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ বুধবার বিকেলে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বটতলায় এ ঘটনা ঘটে। 

দিঘলিয়ার সভাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির বর্ধিত সভা প্রায় শেষের দিকে। হঠাৎ করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ১৫ থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির সভায় হামলা করে। 

সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, তেলের দাম বৃদ্ধি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে দিঘলিয়া ইউনিয়নে বর্ধিত সভা করছিলাম। এমন সময় আওয়ামী যুবলীগের সাটুরিয়া উপজেলার সভাপতি মো. রেজাউল করিম ও দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মো. শফিউল আলমের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁরা বিএনপির নেতা-কর্মীদের চেয়ার ও লাঠি দিয়ে মারপিট করে। এতে ২০ জন আহত হয়েছে। প্রায় শতাধিক চেয়ার ভাঙচুর করেছে।’ 

হামলার ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতা-কর্মীরাসাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন বলেন, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামী রোববার বিএনপির ডাকা বিক্ষোভ মিছিল সফল করার জন্য উপজেলার নয়টি ইউনিয়নে বর্ধিত সভার আয়োজন করা হয়। 

এদিকে সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিমের হামলার কথা অস্বীকার করে বলেন, ‘একটি দাওয়াত খাওয়ার জন্য আমরা বটতলা দিয়ে যাচ্ছিলাম এমন সময় আমাদের দেখে বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দেয়। পরে বিএনপির নেতা-কর্মীরাই বরং আমাদের মোটরসাইকেল বহরে ওপর হামলা করেন।’ 

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ইউনিয়ন বিএনপির বর্ধিত সভার অনুমতি নেননি। তবে আগামী রোববারের সভার অনুমতি নিয়েছেন। এখন পযন্ত কারও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত