উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে ধারালো অস্ত্রসহ সাত কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (১ ডিসেম্বর) ভোরে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, উত্তরার জমজম টাওয়ার এলাকা থেকে হাউস বিল্ডিং যাওয়ার জন্য ভুক্তভোগী আলমগীর হোসেন ও তার বন্ধু গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে একটি অটোরিকশা নেন। তখন জমজম টাওয়ার থেকে হাউস বিল্ডিং যাওয়ার কথা বলে গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের এক সদস্যও ওই রিকশাতে ওঠেন।
পথিমধ্যে হাউস বিল্ডিং এলাকায় পৌঁছালে ওই কিশোর তাদেরকে কৌশলে ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের শুটিং হাউজের পেছনে নিয়ে যায়। সেখানে কিশোরগ্যাংয়ের ৭-৮ জন পূর্ব হতে অবস্থান করছিল।
একপর্যায়ে কিশোরগ্যাংয়ের সদস্যরা আলমগীর ও তার বন্ধুকে জোরপূর্বক লেক বাউন্ডারির ভেতর নির্জন জায়গায় ধারালো চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা ১৯ হাজার ৬০০ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়।
ডিসি তালেবুর রহমান জানান, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার পর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদেরকে আটকিয়ে রেখে আলমগীরের বাবার কাছ মুক্তিপণ হিসাবে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আলমগীর ও তার বন্ধুকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় আলমগীর বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।
তিনি বলেন, মামলার পর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মুন্না ওরফে চিকা মুন্না ওরফে ইমরান হোসেন (২৪) ও তার সহযোগী ছয়জন কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি চাকু, দুটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রাজধানীর উত্তরায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে ধারালো অস্ত্রসহ সাত কিশোরগ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (১ ডিসেম্বর) ভোরে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, উত্তরার জমজম টাওয়ার এলাকা থেকে হাউস বিল্ডিং যাওয়ার জন্য ভুক্তভোগী আলমগীর হোসেন ও তার বন্ধু গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে একটি অটোরিকশা নেন। তখন জমজম টাওয়ার থেকে হাউস বিল্ডিং যাওয়ার কথা বলে গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের এক সদস্যও ওই রিকশাতে ওঠেন।
পথিমধ্যে হাউস বিল্ডিং এলাকায় পৌঁছালে ওই কিশোর তাদেরকে কৌশলে ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডের শুটিং হাউজের পেছনে নিয়ে যায়। সেখানে কিশোরগ্যাংয়ের ৭-৮ জন পূর্ব হতে অবস্থান করছিল।
একপর্যায়ে কিশোরগ্যাংয়ের সদস্যরা আলমগীর ও তার বন্ধুকে জোরপূর্বক লেক বাউন্ডারির ভেতর নির্জন জায়গায় ধারালো চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাদের সঙ্গে থাকা ১৯ হাজার ৬০০ টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়।
ডিসি তালেবুর রহমান জানান, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার পর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদেরকে আটকিয়ে রেখে আলমগীরের বাবার কাছ মুক্তিপণ হিসাবে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আলমগীর ও তার বন্ধুকে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় আলমগীর বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।
তিনি বলেন, মামলার পর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মুন্না ওরফে চিকা মুন্না ওরফে ইমরান হোসেন (২৪) ও তার সহযোগী ছয়জন কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি চাকু, দুটি মোবাইল ফোন ও দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে দুদকের কুষ্টিয়া জেলা অফিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল উপজেলার সোনাইকুন্ড গ্রামে গিয়ে অভিযুক্তদের বাড়িতে উপস্থিত হয়। তবে কাউকে না পেয়ে বাড়ির গ্রিলে নোটিশ টানিয়ে দেওয়া হয়।
৭ মিনিট আগেনাহিদ বলেন, “বিশ্ববিদ্যালয়ে দাড়ি-টুপি পরলে ‘শিবির’, হিজাব-নেকাব পরলে ‘ছাত্রী সংস্থা’ ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের হেনস্তা করা হয়। আমরা এই ট্যাগিং রাজনীতি থেকে বেরিয়ে একটি মুক্ত, গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় চাই—যেখানে মত ও পরিচয়ের ভিত্তিতে কাউকে নির্যাতন করা হবে না।”
৪১ মিনিট আগেপীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, তিনজন মারা গেছেন। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিবছর বর্ষা মৌসুমে ছোট-বড় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে হতাহতের পাশাপাশি ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে এ ঘটনার পুনরাবৃত্তি হলেও ঝুঁকিপূর্ণ এলাকার বসতি ছেড়ে অন্যত্র যেতে নারাজ লক্ষাধিক মানুষ।
৪ ঘণ্টা আগে