গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
গত ১৪ নভেম্বর থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। গত শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে আজ বৃহস্পতিবার লাগাতার সড়ক অবরোধে যাত্রী ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অপরদিকে, জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন।
অবরোধ করায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও বিভিন্ন যানের চালকেরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাটারিচালিত রিকশায় যাতায়াত করছেন মানুষ। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প পথ গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ করছে। এই অবস্থায় সড়ক সচল করার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছেন। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহ খানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। এক মাসের বকেয়া বেতন দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের আন্দোলন টানা এক সপ্তাহ অতিক্রম করল। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অবরোধ গত শুক্রবার ব্যতীত প্রতিদিন সকালে শুরু হয়ে সারা দিন শেষে রাতে গিয়ে শেষ হচ্ছে।
হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা জানান, গতকাল বুধবার ভোর ৬টার দিকে কারখানার সামনে বাস চাপায় তিন শ্রমিক আহত হন। এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। প্রথম দিনে ১১টার দিকে সেনা সদস্যরা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। কিন্তু এরপরও কারখানার শ্রমিকেরা আজ সড়কে নেমেছে।
চন্দ্রা-নবীনগর মহাসড়কের উভয় অবরোধ করা স্থানে গিয়ে সেনাসদস্য, শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।
শিল্প পুলিশ জানায়, সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বিভিন্ন কারখানার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর ব্যাংক হিসাবও জব্দ করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে বেতন আদায় করছেন। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত ১৪ নভেম্বর থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন। শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সরকার বেক্সিমকোকে ঋণ দিয়েছে, ২২ তারিখ তাঁদের বেতন দেওয়া হবে এমন আশ্বাসের পরও শ্রমিকেরা সড়ক ছাড়তে রাজি হননি।
জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শ্রমিকেরা সড়ক থেকে চলে গেলে যান স্বাভাবিক হতে পারে।
এ দিকে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের অবরোধ চলায় নিরাপত্তা ও বিভিন্ন কারণে আশপাশের ১৬টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে বেক্সিমকো গ্রুপের সব কারখানা আগে থেকেই বন্ধ রয়েছে। হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানা, ডরিন গ্রুপের ডরিন গার্মেন্টস লিমিটেড, ডরিন অ্যাপারেলস, ডরিন ফ্যাশন লিমিটেড, অটোটেক্স লিমিটেড, উত্তরা নিটওয়্যার লিমিটেড, নর্দান ফ্যাশন লিমিটেড, আইরিশ ফেব্রিকস লিমিটেড, রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড, অনুপম সোয়েটার লিমিটেড, তুরাগ গার্মেন্টস লিমিটেড আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।
গত ১৪ নভেম্বর থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। গত শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে আজ বৃহস্পতিবার লাগাতার সড়ক অবরোধে যাত্রী ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
অপরদিকে, জিরানী এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার সকাল থেকে জিরানী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছেন। তাঁরা দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছেন।
অবরোধ করায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও বিভিন্ন যানের চালকেরা ভোগান্তিতে পড়েছেন। ব্যাটারিচালিত রিকশায় যাতায়াত করছেন মানুষ। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প পথ গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ করছে। এই অবস্থায় সড়ক সচল করার দাবি জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় একচল্লিশ হাজার কর্মী রয়েছেন। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহ খানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। এক মাসের বকেয়া বেতন দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের আন্দোলন টানা এক সপ্তাহ অতিক্রম করল। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অবরোধ গত শুক্রবার ব্যতীত প্রতিদিন সকালে শুরু হয়ে সারা দিন শেষে রাতে গিয়ে শেষ হচ্ছে।
হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানার শ্রমিকেরা জানান, গতকাল বুধবার ভোর ৬টার দিকে কারখানার সামনে বাস চাপায় তিন শ্রমিক আহত হন। এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। প্রথম দিনে ১১টার দিকে সেনা সদস্যরা ও শিল্প পুলিশ এসে শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। কিন্তু এরপরও কারখানার শ্রমিকেরা আজ সড়কে নেমেছে।
চন্দ্রা-নবীনগর মহাসড়কের উভয় অবরোধ করা স্থানে গিয়ে সেনাসদস্য, শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।
শিল্প পুলিশ জানায়, সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বিভিন্ন কারখানার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর ব্যাংক হিসাবও জব্দ করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে বেতন আদায় করছেন। গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত ১৪ নভেম্বর থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন। শ্রমিকদের বেতন দেওয়ার জন্য সরকার বেক্সিমকোকে ঋণ দিয়েছে, ২২ তারিখ তাঁদের বেতন দেওয়া হবে এমন আশ্বাসের পরও শ্রমিকেরা সড়ক ছাড়তে রাজি হননি।
জিএমপি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আজ সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শ্রমিকেরা সড়ক থেকে চলে গেলে যান স্বাভাবিক হতে পারে।
এ দিকে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের অবরোধ চলায় নিরাপত্তা ও বিভিন্ন কারণে আশপাশের ১৬টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে বেক্সিমকো গ্রুপের সব কারখানা আগে থেকেই বন্ধ রয়েছে। হামিম গ্রুপের দ্যাটস ইট নিটওয়্যার কারখানা, ডরিন গ্রুপের ডরিন গার্মেন্টস লিমিটেড, ডরিন অ্যাপারেলস, ডরিন ফ্যাশন লিমিটেড, অটোটেক্স লিমিটেড, উত্তরা নিটওয়্যার লিমিটেড, নর্দান ফ্যাশন লিমিটেড, আইরিশ ফেব্রিকস লিমিটেড, রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড, অনুপম সোয়েটার লিমিটেড, তুরাগ গার্মেন্টস লিমিটেড আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৩ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৩ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৩ ঘণ্টা আগে