হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ভাঙনে ধূলসড়া ইউনিয়নে ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ধসে গেছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে বিদ্যালয়ের আংশিক ধসে গেছে।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পদ্মা ভাঙনে ১২টি বাড়ি পদ্মায় বিলীন হয়ে যায়। ১০০ মিটার ইটের রাস্তা পদ্মার গর্ভে চলে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক বাড়ি। অনেকের ফসলসহ ঘর-বাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের পদ্মা পাড়ের মানুষের দুঃখের শেষ নেই। ১২টি পরিবার নিঃস্ব। এর মধ্যে রাত ২টায় বিদ্যালয়টির আংশিক ধসে গেছে।’
ধূলশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদ খান বলেন, গতকাল রাতে দুইটায় চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আংশিক ধসে গেছে। আবিধারা আর ইসলামের লোকজন ভালো নেই। বাড়ি-ঘর অন্যত্র সরানো হচ্ছে।
হরিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈনুল হোসেন বলেন, গত সোমবার ওই বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বিদ্যালয়ের আংশিক পদ্মায় ধসে পড়েছে। তবে এর আগে বিদ্যালয় থেকে চেয়ার-টেবিলসহ অন্যান্য মালামাল সরানো হয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, গতকাল মঙ্গলবার রাত দুইটায় স্কুলের আংশিক পদ্মায় ধসে গেছে বলে জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি। এডিসি জেনারেল স্যার, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলীও ছিলেন।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন, ‘গত দুই দিনে পদ্মার আকস্মিক ভাঙনে ঘর-বাড়ি ও বিদ্যালয়ের আংশিক ধসে গেছে। বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়ি-ঘরগুলো রক্ষা করতে আমরা কাজ করছি।’
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর ভাঙনে ধূলসড়া ইউনিয়নে ৪৬ নম্বর চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক ধসে গেছে। গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে বিদ্যালয়ের আংশিক ধসে গেছে।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে পদ্মা ভাঙনে ১২টি বাড়ি পদ্মায় বিলীন হয়ে যায়। ১০০ মিটার ইটের রাস্তা পদ্মার গর্ভে চলে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক বাড়ি। অনেকের ফসলসহ ঘর-বাড়ি পদ্মায় বিলীন হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের পদ্মা পাড়ের মানুষের দুঃখের শেষ নেই। ১২টি পরিবার নিঃস্ব। এর মধ্যে রাত ২টায় বিদ্যালয়টির আংশিক ধসে গেছে।’
ধূলশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদ খান বলেন, গতকাল রাতে দুইটায় চর মকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আংশিক ধসে গেছে। আবিধারা আর ইসলামের লোকজন ভালো নেই। বাড়ি-ঘর অন্যত্র সরানো হচ্ছে।
হরিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈনুল হোসেন বলেন, গত সোমবার ওই বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বিদ্যালয়ের আংশিক পদ্মায় ধসে পড়েছে। তবে এর আগে বিদ্যালয় থেকে চেয়ার-টেবিলসহ অন্যান্য মালামাল সরানো হয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া বলেন, গতকাল মঙ্গলবার রাত দুইটায় স্কুলের আংশিক পদ্মায় ধসে গেছে বলে জানানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি। এডিসি জেনারেল স্যার, পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলীও ছিলেন।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দীন বলেন, ‘গত দুই দিনে পদ্মার আকস্মিক ভাঙনে ঘর-বাড়ি ও বিদ্যালয়ের আংশিক ধসে গেছে। বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ও ডাম্পিং করছে। বাড়ি-ঘরগুলো রক্ষা করতে আমরা কাজ করছি।’
ফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
১ মিনিট আগেবাংলাদেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার এবার সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট সংযোগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। আগামী জুলাই থেকে কক্সবাজার বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এটি হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে বা প্রবেশদ্বার। এই লক্ষ্য পূরণে বেসামরিক বিমান
৮ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগেদিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্
১৮ মিনিট আগে