Ajker Patrika

ঈদের ছুটিতে মেট্রোরেল চলবে ২০ মিনিট পরপর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৯: ৩১
ঈদের ছুটিতে মেট্রোরেল চলবে ২০ মিনিট পরপর

ঈদের আগে-পরে তিন দিন ২০ মিনিট পরপর ছাড়বে মেট্রোরেল। ২০ এপ্রিল থেকে এ সময়সীমা কার্যকর হবে। স্বাভাবিক সময়ে ১০ মিনিট পরপর চলাচল করে মেট্রোরেল। ঈদের ছুটির পর ফের স্বাভাবিক সময়েই চলবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

আজ সোমবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনের মেট্রোরেলের সভাকক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

এম এ এন ছিদ্দিক বলেন, ২০ এপ্রিল থেকে ঈদের পরের দিন পর্যন্ত সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ১০ মিনিটের জায়গায় ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। আর শুধু ঈদের দিন সকালের পরিবর্তে বেলা দুইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রো ট্রেন চলাচল করবে। 

এই সময়ে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও—এই ৯টি স্টেশনই খোলা থাকবে। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন (মঙ্গলবার) ছাড়া প্রতিদিনই চলবে মেট্রোরেল চলাচল করবে। 

চালুর পর ১৬ এপ্রিল পর্যন্ত মেট্রোরেলের আয় হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা। এই সময়ে যাত্রী পরিবহন করেছে ১৩ লাখ ৫৮ হাজার জন। 

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে। 

আগারগাঁও থেকে মতিঝিল রুটে জুলাই মাস থেকে শুরু হচ্ছে মেট্রোরেলের পারফরম্যান্স টেস্ট। জুলাই থেকেই এই রুটে মেট্রোরেল চলতে দেখা যাবে বলে জানান এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, আগের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যই ঠিক আছে। সচিবালয়ের মেট্রো স্টেশনের কাজ ও ফুটপাতের কাজ চলছে। স্টেশনের দুই ফুটের মতো সচিবালয়ের মধ্যে পড়বে। ঈদের বন্ধে সেই কাজ করা হবে। 

মতিঝিল থেকে কমলাপুর অংশের অগ্রগতি কথা জানিয়ে তিনি বলেন, এখানে ৩৭টি চেক বোর্ডিং হবে; যা শেষ হয়েছে। ১৭৬টি পাইল হবে, ৬৩টি পাইল ক্যাপ হবে, ৩০টি স্টেশন কলাম হবে, ৪১টি পেয়ার হবে, প্রিকাস্ট সেগমেন্ট হবে ৩০৫টি, ভায়াডাক্ট স্প্যান হবে ২৮টি। এই কাজগুলো সামনে রেখে আগাচ্ছে। ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে। ঈদের মধ্যে আরও অনেক কাজ এগিয়ে নেওয়া হবে। 

অন্যদিকে, হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে ২০ কিলোমিটার মেট্রোরেলের (এমআরটি-৫) নির্মাণকাজ শুরু হবে জুলাই মাসে। ২০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেলের মাটির নিচে থাকবে ১৩ দশমিক ৫ কিলোমিটার ও উড়াল থাকবে ৬ দশমিক ৫ কিলোমিটার। ১৪টি স্টেশন থাকবে এই রুটে যার মধ্যে ছয়টি মাটির নিচে ও পাঁচটি ওপরে। 

এম এ এন ছিদ্দিক বলেন, এমআরটি লাইন-৫ নর্দান রুটের নির্মাণকাজের জন্য মঙ্গলবার একটা বোর্ড মিটিং আছে। সেখানে এই রুটের প্রথম প্যাকেজ সিপি-০১ (ভূমি উন্নয়ন) অনুমোদিত হবে। এটার অনুমোদন হলে এই বছরের জুলাই মাসে কাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত